রাজ্যের পুলিশকে ‘দালালশ্রী’ ! বিস্ফোরক অধীর

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : হিন্দোল মজুমদার ইস্যুতে রাজ্য সরকার তথা পুলিশকে তুলোধোনা করার পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক হয়ে উঠলেন বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। সম্প্রতি রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ওপর হামলার অভিযোগে স্পেনে গবেষণারত কলকাতার বাসিন্দা তথা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী হিন্দোল মজুমদারকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে যদিও জামিনে মুক্তি পান তিনি। এই বিষয়টি নিয়েই আশঙ্কা প্রকাশ করে অধীর বাবু এদিন বলেন, “রাজ্য সরকারের নির্দেশে পুলিশ এমন একজন মেধাবী বঙ্গ সন্তানকে, আফতাব আনসারী আর লাদেনের মতন কুখ্যাত দুষ্কৃতীদের সঙ্গে তুলনা করে সন্ত্রাসবাদী সাজাতে চাইছে। এক ভয়ানক মারণ প্রচেষ্টা এই রাজ্য সরকারের। কঠোর ভাষায় সমালোচনা করছি।”

একই সঙ্গে হিন্দোল মজুমদারের গ্রেপ্তার হওয়া ও পরবর্তীতে কোর্ট থেকে তাঁর জামিনে মুক্তির প্রসঙ্গে সুর চড়িয়ে অধীর বাবু আরও বলেন,”আমি তো আগেই বলেছিলাম, এই রাজ্য পুলিশের কপালে ‘লাথ জুতো’ জুটবে কোর্টে গিয়ে। এবারও সেটাই ফলে গেল অক্ষরে অক্ষরে। এ পুলিশকে ‘দালালশ্রী’ পুরস্কার দেওয়া উচিত রাজ্য সরকারের।”

অধীর বাবু এখানেই না থেমে আরও বলেন, “ভাবা যায়! কোথাকার রাজ্যের তৃণমূলের এক মন্ত্রী, আর তাঁকে নাকি মারার জন্য স্পেনে বসে পরিকল্পনা করা হচ্ছে! আর সেই পরিকল্পনা করছেন কিনা এক কৃতি বঙ্গসন্তান। আর তাঁকে টেরোরিস্টদের মতো করে পুলিশ মুখ ঢেকে তুলে নিয়ে আসছে। এটা আমাদের কাছে চরম লজ্জার। বাংলার কৃতি সন্তানদেরকে এইভাবে অপমান করা হচ্ছে।” এর পাশাপাশি ওই ঘটনায় পালটা বিচার চেয়ে অধীর বলেন, “শিক্ষামন্ত্রীর গাড়ির চাকার তলাতে চাপা পড়ে যে ছেলেটার চোখ চলে গিয়েছিল, তার বিচার কী হবে? রাজ্য সরকারের ক্ষমতা আছে ন্যায় বিচার করার?”

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন