রাজ্যের ভূমি দপ্তরে ক্লার্ক ও আমিন পদে প্রচুর কর্মী নিয়োগ চলছে! দেখুন কিভাবে আবেদন করবেন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- রাজ্যের যে সমস্ত বেকার যুবক ও যুবতীরা সরকারি চাকরির সন্ধান খুঁজছেন, তাদের জন্য রইল বিরাট চাকরির সুযোগ। মুর্শিদাবাদ জেলার জেলা ভূমি ও ভূমি সংস্কার কর্মকর্তার কার্যালয়ের পক্ষথেকে নতুন করে ক্লার্ক ও আমিন পদে একাধিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। তাহলে এখানে যে সকল ইচ্ছুক প্রার্থীরা আবেদন করবেন তারা এক্ষুনি দেখেনিন আবেদন করার পদ্ধতি, যোগ্যতা, বয়স, বেতন ও নিয়োগ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত।

DLLRO Murshidabad Recruitment 2025: বিবরণ

নিয়োগ সংস্থা: জেলা ভূমি ও ভূমি সংস্কার কর্মকর্তার কার্যালয় মুর্শিদাবাদ

পদের নাম: আমিন ও ক্লার্ক পদ।

শূন্যপদের সংখ্যা: মোট ৬০ টি শূন্যপদ।

মাসিক বেতন: প্রতিমাসে ১০,০০০/- টাকা বেতন।

যোগ্যতার মানদণ্ড (DLLRO Murshidabad Recruitment 2025 Eligibility Criteria)

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা: এখানে আবেদন করার ক্ষেত্রে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের কে ডিএলএলআরও মুর্শিদাবাদ এর নিয়ম অনুযায়ী পড়াশুনা কমপ্লিট করতে হবে (বিস্তারিত জানতে চাইলে অফিসিয়াল নোটিশ দেখুন)। এবং এখানে ০১/০৩/২০২৫ তারিখ অনুসারে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৬৪ বছরের মধ্যে হতে হবে।

কিভাবে আবেদন করবেন? (How To Apply DLLRO Murshidabad Recruitment 2025)

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

সর্বপ্রথম ডিএলএলআরও মুর্শিদাবাদ এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নোটিশ ও অ্যাপ্লিকেশন ফরমটি সংগ্রহ করবেন। এরপর অ্যাপ্লিকেশন ফরমটি আলাদা করে প্রিন্ট আউট করে, তাতে যোগ্য প্রার্থীর নাম, ঠিকানা সমিত মৌলিক তথ্য দিয়ে ফিলাপ করবেন এবং দরকারি নথি গুলো জেরক্স করবেন। তারপর একটি মুখবন্ধ খামে ভরে স্পীড পোস্টের মাধ্যমে এই Additional District Magistrate and District Land & Land Reforms Officer, Murshidabad ঠিকানায় পাঠিয়ে দিবেন।

আবেদন তারিখ: আবেদনকারীদের কে আগামী ০৩/০৩/২০২৫ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

কিভাবে নিয়োগ হবে? (How To DLLRO Murshidabad Recruitment 2025 Selection Process)

আবেদনকারী আগ্রহী প্রার্থীদের এখানে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর উপর ভিত্তি করে চাকরির জন্য বেছে নেওয়া হবে।

আপনি যদি ডেইলিহান্টে এই প্রতিবেদন দেখে থাকেন তবে সমস্ত প্রকারের প্রয়োজনীয় লিঙ্ক আপনি Banglanewsdunia.com ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবেন।

প্রয়োজনীয় লিঙ্ক

অফিসিয়াল ওয়েবসাইট dlrlomsd.org

 

আরও পড়ুন:- WEBCSC দপ্তরে চাকরির বিশাল সুযোগ! মাসিক বেতন ৭১,৫৭৫/ – টাকা, বিস্তারিত দেখে নিন

আরও পড়ুন:- SBI-এর মিউচুয়াল ফান্ড SIP, মাত্র 250 টাকা দিয়ে বিনিয়োগের সুযোগ, জেনে নিন বিস্তারিত

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন