Bangla News Dunia, Pallab : রাজ্যের সরকারি কর্মীদের জন্য সম্প্রতি বেরিয়েছে নতুন একটি বিরাট বড় ঘোষণা। বর্তমানে এখন মহার্ঘ ভাতা তথা ডিএ নিয়ে রাজ্যের সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারের মধ্যে এক চরম অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন : RBI-এর বড় ঘোষণা, ব্যাঙ্ক থেকে ২৫ হাজার টাকার বেশি তোলা যাবে না !
এদিকে আবার ষষ্ঠ বেতন কমিশনের অধীনে রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীরা 14% করে মহার্ঘ ভাতা পেয়ে থাকেন। তবে সরকার আগামী এপ্রিল মাস থেকে আরো 4% করে মহার্ঘভাতা বৃদ্ধি করে দেওয়ার ঘোষণা করেছে, যার ফলে তখন রাজ্যের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা গিয়ে দাঁড়াবে 18% এ।
এটি একটি সরকারি কর্মচারীদের জন্য ভালো খবর হওয়া সত্বেও বেশ কিছু সরকারি কর্মচারী এটা নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছে। এমন এক সময়ে বেশ কিছু সরকারি কর্মচারীর জন্য টার্মিনাল সুবিধা সম্পর্কে একটি নতুন গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
আরও পড়ুন : ২ বছরের জন্য সিম কার্ড বন্ধ হবে, নতুন নিয়ম চালু !
এই নতুন কিছু খবরটি সরকারি কোন কর্মচারীদের জন্য ?
মহার্ঘ ভাতা বৃদ্ধির পাশাপাশি পশ্চিমবঙ্গের সমস্ত চুক্তিভিত্তিক সরকারি কর্মচারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট সম্প্রীতি প্রকাশিত। যে আপডেট অনুসারী রাজ্যের সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাস শিক্ষাবিভাগ সম্পর্কিত চুক্তিভিত্তিক কর্মচারীদের অবসর গ্রহণের সময় প্রদত্ত টার্মিনাল সুবিধা সম্পর্কে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই সমস্ত সরকারি কর্মচারীরা এককালীন অবসর অনুদান বাবদ 2 লক্ষ টাকা পেতেন আগে। কিন্তু সেটা এখন 3 লক্ষ টাকা পর্যন্ত বৃদ্ধি করে 5 লক্ষ টাকা করা হয়েছে।
কারা কারা পাবেন রাজ্য সরকারের এই এককালীন অবসর অনুদান ?
রাজ্যের যে সমস্ত 60 বা 65 বছরের চুক্তিভিত্তিক কর্মচারীরা রয়েছেন, তারা এই নতুন নিয়মের ফলে এককালীন অবসর অনুদান পাবে। নিচে আমরা শ্রেণীর কর্মচারীদের নাম উল্লেখ করলাম । সেগুলি হল –
- আশা কর্মী
- সিভিক ভলান্টিয়ার
- উচ্চ মাধ্যমিক স্তরের চুক্তিভিত্তিক শিক্ষক
- প্যারা টিচার
- সাম্মানিক স্বাস্থ্যকর্মী
- অক্সিলিয়ারি ফায়ার অপারেটর
- ভিলেজ পুলিশ এর ভলান্টিয়ার
- অঙ্গনওয়াড়ি কর্মী
- অঙ্গনওয়াড়ি সহায়িকা
- একাডেমিক সুপারভাইজার
- MSK এবং SSK শিক্ষক ইত্যাদি।