রাজ্যে অষ্টম শ্রেণী পাশে প্রচুর পদে চাকরি। নূন্যতম মাসিক বেতন 12,000 টাকা। বিস্তারিত দেখে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

govt jobs

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। সরকারি চাকরিতে প্রচুর পদে নিয়োগ (WB Govt Job) শুরু হয়েছে সম্প্রতি। অষ্টম শ্রেণী পাশ থাকলেই চাকরি পাবেন (Eight Pass Job). একাধিক পদে চাকরির সুযোগ (WB Recruitment). আগ্রহী প্রার্থীদের জন্য আজকের এই প্রতিবেদন। এই চাকরির যোগ্যতা, মাসিক বেতন ও আবেদন পদ্ধতি জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ে নিন।

WB Govt Job Update 2025

১) ভ্যাকেন্সি ডিটেলস

সম্প্রতি একটি নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে যে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, এখন রাজ্য সরকারের একটি হোমে গ্রুপ- সি পদে কর্মী নিয়োগ হবে। একাধিক পদের জন্য কর্মী নিয়োগ শুরু হয়েছে। কোন কোন পদের জন্য নিয়োগ শুরু হয়েছে? ক্লাস এইট পাশে চাকরি কোন পদে, দেখে নিন নিম্নলিখিত শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

  • অফিসার ইনচার্জ পদ
  • চাইল্ড ওয়েলফেয়ার অফিসার পদ
  • কাউন্সিলর পদ
  • হাউস ফাদার পদ
  • হেল্পার কাম নাইট ওয়াচম্যান

A) অফিসার ইনচার্জ

এই পদের জন্য শূন্যপদ রয়েছে একটি। আবেদন জানাতে পারবেন পুরুষ ও মহিলা নির্বিশেষে। এই পদের প্রার্থীদের সর্বনিম্ন বয়স হতে হবে ২৭ বছর ও সর্বাধিক বয়স থাকতে হবে ৪২ বছরের মধ্যে। এই পদে আবেদন জানানোর জন্য প্রার্থীদের সোশ্যাল ওয়ার্ক/ সোশিওলজি/ হিউম্যান রাইট ইত্যাদি বিষয়ের উপর পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে পাশাপাশি, অন্ততপক্ষে তিন বছরের কর্মগত অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীদের মাসিক বেতন হবে ৩৩ হাজার ১০০ টাকা।

আরও পড়ুন:- IDBI ব্যাংকে প্রচুর কর্মী নিয়োগ চলছে! আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখে নিন

B) চাইল্ড ওয়েলফেয়ার অফিসার পদ

এই পদের জন্যও আবেদন জানাতে পারবেন পুরুষ ও মহিলা প্রার্থীরা। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে সোশ্যাল ওয়ার্ক/ সোশিওলজি/ হিউম্যান রাইট ইত্যাদি বিষয়ের উপর পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি। এর পাশাপাশি, অন্ততপক্ষে ওই প্রার্থীদের তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীদের বয়স হতে হবে সর্বনিম্ন ২১ থেকে সর্বোচ্চ ৪০ বছর। প্রার্থীদের মাসিক বেতন হবে ২৩ হাজার ১০০ টাকা।

C) হেল্পার কাম নাইট ওয়াচম্যান

এই পদের জন্য একমাত্র পুরুষরা আবেদন করতে পারবেন। এই পদে আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে অষ্টম শ্রেণী পাস। এছাড়া উক্ত প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। প্রার্থীদের মাসিক বেতন হবে ১২,০০০ টাকা।

আবেদন জানাবেন কিভাবে

এই পদে আবেদন জানানোর জন্য প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তারপর সেখান থেকে আবেদনপত্রটি A4 সাইজ পেপারে প্রিন্ট করে নিতে হবে। এবার আবেদন পত্রের প্রত্যেকটি তথ্য সঠিকভাবে উল্লেখ করতে হবে। প্রয়োজনীয় নথিগুলি যুক্ত করতে হবে। আর তারপর আবেদনপত্রটি সাবমিট করে দিতে হবে।

আবেদনের সময়সীমা

এই নিয়োগ প্রক্রিয়ার আবেদন শুরু হয়েছে গত ১৪ ফেব্রুয়ারি থেকে আর আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১৩ মার্চ পর্যন্ত। অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার আবেদন জমা করুন।

 

আরও পড়ুন:- এবার UPI-এর মাধ্যমে পিএফের টাকা তোলা যাবে, কিভাবে ? জেনে নিন

আরও পড়ুন:- ফিলটার করা জল পানে রয়েছে মারণ রোগের আশঙ্কা, জানুন বিস্তারিত

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন