Bangla News Dunia, Pallab : বছরের শুরু হতে না হতেই পশ্চিমবঙ্গের জেলায় জেলায় গরমের দাপট বেড়েই চলছে। এপ্রিল মাস পড়তেই পশ্চিমবঙ্গের একাধিক জেলায় একপ্রকার আগুন ঝরছে। দিনের বেলা বাড়ির বাইরে বের হওয়া যেন দায় হয়ে যাচ্ছে। ইতিমধ্যেই গরম ভালোভাবে শুরুই হয়নি তাতেই রাজ্যের বহু জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই। এই অসহনীয় পরিস্থিতিতে রাজ্য সরকার পড়ুয়াদের স্বাস্থ্যের দিক বিবেচনা করে স্কুল-কলেজে আগাম গরমের ছুটি ঘোষণা করল। চলতি মাসেই স্কুল কলেজ ছুটি থাকবে দীর্ঘদিন। এবার প্রশ্ন উঠছে, কতদিন চলবে এই ছুটি? কবে থেকে আবার খুলবে স্কুল-কলেজ? বিস্তারিত প্রতিবেদনটি পড়লে আপনারা সম্পূর্ণ আপডেট তা জেনে যেতে পারবেন।
আরও পড়ুন : চলে এলো নয়া Aadhar App, আর আধারের কপি রাখতে হবে না সঙ্গে। বিস্তারিত জেনে নিন
অস্বাভাবিক গরমে বিপাকে পড়ুয়া ও অভিভাবকরা
আগে থেকেই আগাম সতর্কবার্তা দেওয়া ছিল আবহাওয়া দফতরের তরফ থেকে, সতর্কবার্তায় বলা হয়েছিল চলতি বছর গ্রীষ্ম হবে রেকর্ড হারে উষ্ণ। বসন্তের মাঝপথ থেকেই রাজ্যে শুরু হয়েছে প্রখর রোদের দাপট। একদিকে যেমন রোদের তাপ অন্যদিকে প্রচুর গরমও পড়ছিল। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে দিনের বেলায় রাস্তায় বের হওয়া অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। এই তীব্র গরমের জন্য শিশু ও কিশোরদের স্বাস্থ্যের ওপর এই গরমের প্রভাব পড়তে শুরু করেছে। বাড়ছে হিটস্ট্রোক ও ক্লান্তির ঘটনা। এই পরিস্থিতিতে রাজ্যের স্কুল কলেজগুলোতে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ছাত্রছাত্রীরা প্রচুর কষ্ট করে স্কুল কলেজে যাচ্ছে।
কবে থেকে রাজ্যজুড়ে গরমের ছুটি?
চলতি বছর তাড়াতাড়ি গরমের ছুটি দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। বর্তমান তীব্র গরম এবং শিক্ষকদের চাকরি চলে যাওয়ায় রাজ্যের সৃষ্টি হয়েছে একটি বিশৃঙ্খল পরিস্থিতি, এই পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেন, চলতি বছরের গরমের ছুটি এগিয়ে এনে ৩০ এপ্রিল থেকে শুরু হবে। শিক্ষা দফতরও সেই ঘোষণা অনুসারে জানিয়েছে, ৩০ এপ্রিল থেকে রাজ্যের প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলি ছুটিতে যাবে এবং এই ছুটি চলবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত।
আরও পড়ুন : কোন রাশির জন্য কোন রঙ পরা শুভ? জেনে নিন