Bangla News Dunia, Pallab : পশ্চিমবঙ্গে ওয়াকফ বিক্ষোভে হিংসার ঘটনায় উদ্বিগ্ন প্রধান বিচারপতি (Chief Justice)। গত কয়েকদিন ধরে যেভাবে মুর্শিদাবাদ ও কলকাতা লাগোয়া ভাঙড় এলাকায় বিক্ষোভকে কেন্দ্র করে হিংসা ছড়িয়েছে তা নিয়ে আজ ওয়াকফ আইন নিয়ে শুনানিতে উদ্বেগ প্রকাশ করেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। বুধবার এনিয়ে আইনজীবীরা প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন। তখনই হিংসার ঘটনাকে ‘উদ্বেগজনক’ বলে উল্লেখ করেন তিনি। তাঁর কথায়, এই ধরনের ঘটনা মোটেও কাম্য নয়। পরবর্তী শুনানিতে তিনি অশান্তির প্রসঙ্গও শুনবেন বলে জানিয়েছেন। সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, ‘তারা ভাবছে অশান্তির মাধ্যমে তারা সিস্টেমের উপর চাপ তৈরি করবে।’ উল্লেখ্য আগামীকাল বৃহস্পতিবারই রয়েছে ওয়াকফ মামলার শুনানি।
আরও পড়ুন : স্মার্টফোনের এই ৭ টিপস না জানলে বিপদ, কমতে পারে ডিভাইসের জীবন
ভোটাভুটির মাধ্যমে সংসদের দুই কক্ষে ওয়াকফ সংশোধনী বিল পাশ করায় কেন্দ্রীয় সরকার। তাতে রাষ্ট্রপতি সন্মতি দেওয়ায় এখন আইনে পরিণত হয়েছে এই বিল। কিন্তু তার পর থেকেই এনিয়ে প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে বাংলা। সবচেয়ে বেশি অশান্তি ছড়ায় মুর্শিদাবাদের জঙ্গিপুর, সুতি, ধুলিয়ান, সামশেরগঞ্জের মতো এলাকায়। আক্রান্ত হয় পুলিশ। ভাঙচুর হয় পুলিশের গাড়ি। অনেকের বাড়ি ভাঙচুর করা হয়। হিংসার জেরে প্রাণও যায় ৩ জনের। শেষ পর্যন্ত আদালতের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী নামাতে হয় এলাকায়। বর্তমানে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। তবে এখনও আতঙ্ক থাকায় নিজেদের বাড়িতে ফিরতে পারছেন না ঘরছাড়ারা।