Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আগামী বছর বিধানসভা নির্বাচন। তার আগে বুধবার পেশ হলো রাজ্য সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। বিধানসভায় বাজেট পেশ করলেন অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বাজেট ভাষণে তিনি উল্লেখ করেন, রাজ্যে শিল্পের সঙ্গে সঙ্গে বেড়েছে কর্ম সংস্থানও। উল্লেখযোগ্যভাবে কমেছে বেকারত্ব। এই বাজেট কর্মসৃষ্টি হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রীর।
বাজেট ভাষণে চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, রাজ্যে বেকারত্ব কমেছে ৪০ শতাংশ। একইসঙ্গে শিল্প ও অন্যান্য ক্ষেত্রে প্রায় ২ কোটি নতুন চাকরির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। রাজ্যের যুব সমাজের জন্য যা অত্যন্ত খুশির খবর বলে ব্যাখ্যা করছেন ওয়াকিবহাল মহল। নতুন কর্মসংস্থান নিয়ে বিরোধীদের লাগাতার আক্রমণের জবাব এই বাজেট বলে দাবি জোড়াফুল শিবিরের।
এছাড়াও বাজেট ভাষণের পর সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, ‘কর্মশ্রী প্রকল্পে ৬১ কোটি কর্মদিবস সৃষ্টি করা হয়েছে । যাতে রাজ্যের মোট খরচ হবে ১২,৩৫৫ কোটি টাকা। এখানে ৫০ দিন ধরে প্রকল্প নেওয়া হয়েছে। কিন্তু, কোথাও কোথাও এই কাজ ১০০ দিনেও পৌঁছে যাচ্ছে।’
সম্প্রতি অষ্টম বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনে বাংলায় ৪ লক্ষ ৪০ হাজার ৫৯৫ কোটির বিনিয়োগ এসেছে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবহে বাজেটেও আরও দুই কোটি নতুন চাকরির কথা ঘোষণা করা হয়েছে। ডেউচা পাচামিতেও বহু মানুষের চাকরি হবে বলে এদিনও আশ্বাস মুখ্যমন্ত্রীর। আগামীতেও রাজ্যে রয়েছে একাধিক শিল্পের সম্ভাবনা।
এ দিন বাজেট শেষে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আগের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট (বিজিবিএস)-এ ১৯ লক্ষ কোটি টাকার প্রজেক্ট পেয়েছিল রাজ্য। তার মধ্যে ১৩ লক্ষ কোটি টাকার প্রজেক্ট শেষ হয়ে গিয়েছে। এতেও হবে প্রচুর কর্ম সংস্থানের সুযোগ।
আরও পড়ুন:- কেন্দ্রীয় বিদ্যালয়ে প্রচুর শিক্ষক নিয়োগ চলছে! সরাসরি ইন্টারভিউর মাধ্যমে, বিস্তারিত দেখে নিন
আরও পড়ুন:- সপ্তাহে ৪০ ঘণ্টা কাজের রীতি শুরু হয়েছিল কীভাবে, সে এক অন্য কাহিনি