Bangla News Dunia, Pallab : ক্রমেই চড়ছে তাপমাত্রার পারদ। উত্তরবঙ্গের উপরের তিন থেকে চার জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। আবহাওয়া (West Bengal Weather Update) নিয়ে বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর।
আরো পড়ুন : কিভাবে ফ্রিতে গুগল সার্টিফাইড কোর্স করবেন? বিস্তারিত জেনে নিন
হাওয়া অফিস জানিয়েছে, উত্তরের পার্বত্য এলাকায় বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে। শুক্র ও শনিবার বৃষ্টির সম্ভাবনা বেশি। শনিবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে উত্তরবঙ্গের (North Bengal Weather Update) উপরের পাঁচ জেলায়। বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গেও আগামী দু’দিন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। তারপরের তিন দিন তাপমাত্রার হেরফের হওয়ার সম্ভাবনা নেই। এদিন দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, দক্ষিণবঙ্গে (South Bengal Weather Update) আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, তাপমাত্রা ক্রমেই বাড়বে দক্ষিণবঙ্গে। আগামী দু’দিন দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। স্বাভাবিকের থেকে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। পশ্চিমের জেলাগুলিতে অস্বস্তি বাড়বে। আগামী কয়েকদিন স্বাভাবিকের চেয়ে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি থাকবে বলে অনুমান আবহবিদদের। উইকেন্ডে কলকাতায় ৩৬-৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং পশ্চিমের জেলাগুলিতে ৩৮-৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে বলে মনে করা হচ্ছে।