Bangla News Dunia, বাপ্পাদিত্য:- প্রবীণ নাগরিকদের জন্য স্বাস্থ্য বিমা শুরু করল রাজ্য ৷ কেন্দ্রের (ভায়া) ভাইয়া বন্দনা যোজনার আওতায় চালু হল স্বাস্থ্য বিমা ৷ 10 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পেতে পারেন ওই স্বাস্থ্য বিমা। 70 বছর বা তার বেশি বয়সি ব্যক্তিদের বিনামূল্যে চিকিৎসার জন্য স্বাস্থ্য কার্ড ও স্বাস্থ্য বিমা মিলবে এই যোজনায় ৷ দেশের যে কোনও হাসপাতালে ওই কার্ড দেখালে ওই রোগীর বিনামূল্যে চিকিৎসা করা হবে ৷
আজ (সোমবার) সেই কার্ড চালু করলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ৷ কোন্দ্রীয় সরকারের পক্ষ থেকে 5 লক্ষ ও দিল্লি সরকারের পক্ষ থেকে এই প্রকল্পে অতিরিক্ত 5 লক্ষ টাকা ভাইয়া বন্দনা যোজনার আওতার স্বাস্থ্য বিমায় যোগ করা হয়েছে ৷ তাই সামগ্রিকভাবে, একজন রোগী 10 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পেতে পারেন। এদিন রাজধানীর ত্যাগরাজ স্টেডিয়ামে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীর উপস্থিতিতে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা স্বাস্থ্য বিমা-সহ পেনশন প্রকল্প ‘ভায়া বন্দনা যোজনা’র স্বাস্থ্য কার্ড বিতরণ শুরু করেন।
এই কার্ড দেওয়ার আগে গতকাল একটি বৈঠক করেন রেখা গুপ্তা ৷ তারপরই আজ তা চালু করার সিদ্ধান্ত নেন ৷ সরকারি এক মুখপাত্র জানিয়েছেন, ওই বৈঠকে ক্যাবিনেট মন্ত্রীরা, মনজিন্দর সিং সিরসা, রবীন্দ্র ইন্দ্ররাজ সিং এবং কপিল মিশ্রাও উপস্থিত ছিলেন। এদিন কার্ড বিতরণের পাশাপাশি, জেলা অফিস এবং জনপ্রতিনিধিদের দ্বারা এই যোজনার রেজিস্ট্রেশনও শুরু হয় ৷
ভায়া বন্দনা যোজনা কী এবং কারা সুবিধা পাবেন ?
- এই যোজনা একটি স্বাস্থ্য বিমা-সহ পেনশন প্রকল্প ৷ যা কেন্দ্রীয় সরকারের মাধ্যমে জীবন বিমা কর্পোরেশনের (LIC) মাধ্যমে প্রবীণ নাগরিকদের সুরক্ষা প্রদানের জন্য চালু করা হয়েছে।
- এই প্রকল্পের আওতায়, 70 বছর বা তার বেশি বয়স্ক ব্যক্তিদের 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা মিলবে। এই সুযোগ পাওয়ার ক্ষেত্রে আয়ের কোনও বাধা নেই ৷
- দিল্লি সরকারের পক্ষ থেকে এই প্রকল্পে আরও 5 লক্ষ টাকার স্বাস্থ্য বিমার অতিরিক্ত সুবিধাও পাওয়া যাবে। সামগ্রিকভাবে, রোগী 10 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পেতে পারেন।
- প্রবীণ নাগরিকদের উন্নত চিকিৎসার জন্য কেন্দ্রীয় সরকার 2024 সালে ভায়া বন্দনা কার্ড চালু করে।
- এই কার্ডের মাধ্যমে, রোগীরা দেশের যে কোনও হাসপাতালে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পেতে পারেন।
কীভাবে রেজিস্ট্রেশন ?
আয়ুষ্মান ভায়া বন্দনা যোজনা কার্ড পেতে, অনলাইন পোর্টালে গিয়ে প্রবীণদের আধার কার্ড আপলোড করতে হবে ৷ তারপরই রেজিস্ট্রেশনের অপশন আসবে ৷ ধাপে ধাপে ফর্ম ফিল-আপ করলেই রেজিস্ট্রেশন হয়ে যাবে ৷
উল্লেখ্য, সরকারি তথ্য অনুসারে, দিল্লিতে 70 বছর বা তার বেশি মানুষ রয়েছেন প্রায় ছয় লক্ষ ৷ এই কার্ডটির দ্বারা হাঁপানি, রক্তচাপ, হৃদরোগ, চোখের ছানি ইত্যাদি রোগেরও চিকিৎসা মিলবে ৷
আরও পড়ুন:- SBI দিচ্ছে ২০ লাখ টাকার স্কলারশিপ । যোগ্যতা ও আবেদন পদ্ধতি জেনে নিন।