রাজ্যে ঝড়-বৃষ্টি কত দিন , কী বলছে ওয়েদার রিপোর্ট ?

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : বাংলাদেশের উত্তর প্রান্তে সক্রিয় রয়েছে ঘূর্ণাবর্ত। অন্যদিকে, ঝাড়খণ্ড থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে অসম পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখা। এর প্রভাবে শনিবারও রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া (West Bengal Weather Update) নিয়ে কী বলল আবহাওয়া দপ্তর?

আরও পড়ুন : প্রতিমাসে পাবেন নিশ্চিত 5000 টাকা। কেন্দ্রের এই বিশেষ প্রকল্প সম্পর্কে অনেকেই জানেন না।

উত্তরবঙ্গে (North Bengal Weather Update) ভারী বৃষ্টি এবং কালবৈশাখীর মতো পরিস্থিতির সতর্কতা জারি হয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিন উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার বিভিন্ন জায়গায় ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। একইসঙ্গে ৭-১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। এছাড়া ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। এই তিন জেলাতেই ৬০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।

অন্যদিকে, দক্ষিণবঙ্গেও (South Bengal Weather Update) সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণের নদিয়া, দক্ষিণ ২৪ পরগনা এবং হুগলিতে ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। আরও ৭ জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন : জয় বাংলা পেনশন স্কিমে মাসে ১০০০ টাকা করে পাবেন । কিভাবে আবেদন করবেন জেনে নিন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন