রাজ্যে তেল ও প্রাকৃতিক গ্যাসের বিশাল ভাণ্ডার আবিষ্কার, প্রচুর কর্মসংস্থানের সম্ভাবনা

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- এ যেন গুপ্তধনই বটে! ব্যাপক আকারে জ্বালানির ভাণ্ডারের হদিশ মিলল বাংলায়। নতুন ২টি তেল ও গ্যাস ব্লকের সন্ধান পাওয়া গিয়েছে। যা কিনা এ রাজ্যেই। মোট সম্পদের মূল্য প্রায় ৪১ হাজার কোটি টাকা। সংসদে এক প্রশ্নের জবাবে এই তথ্য দিয়েছে কেন্দ্রীয় সরকার।

ঠিক কী আবিষ্কার করা হয়েছে

কেন্দ্রীয় সরকার জানিয়েছে, উত্তর ২৪ পরগনার কাঁকপুল ও নদিয়ার রানাঘাটে জ্বালানির ভাণ্ডার পাওয়া গিয়েছে। এই ব্লক ২টি থেকে আনুমানিক ০.৯৮ মিলিয়ন মেট্রিক টন তেলের সমতুল্য শক্তি মিলবে। যার আর্থিক মূল্য প্রায় ৪১ হাজার ৭০  কোটি টাকা। ONGC-এর অধীনে WB-ONN-2005/4 নম্বর ব্লকে আবিষ্কার হয়েছে।

বাংলায় বিশাল জ্বালানি ভাণ্ডার আবিষ্কারের ফলে রাজ্যের উন্নয়ন বাড়বে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি, দেশের জ্বালানি শক্তির ভাণ্ডার আরও সমৃদ্ধ হবে।

পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের পক্ষ থেকে এই তথ্য দেওয়া হয়েছে।
পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের পক্ষ থেকে এই তথ্য দেওয়া হয়েছে।

উল্লেখ্য, রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য রাজ্যের জ্বালানি সম্পদ নিয়ে প্রশ্ন করেছিলেন। তাঁর প্রশ্নের জবাবেই পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের পক্ষ থেকে এই তথ্য দেওয়া হয়েছে।

অন্য দিকে, কিছু দিন আগে জানা গিয়েছিল, দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে মাটির গভীরে বিপুল পরিমাণ খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার থাকার সম্ভাবনা। পরীক্ষামূলক খনন শুরু করতে চলেছে ONGC। খনন যন্ত্র আনার জন্য জোরকদমে রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে। অফিসারদের থাকার ঘর, কনফারেন্স রুম-সহ অন্যান্য পরিকাঠামোও গড়ে তোলা হচ্ছে। বারুইপুর পূর্ব বিধানসভার বেগমপুর পঞ্চায়েতের ২০০ কলোনী এলাকায় এই প্রকল্পের কাজ শুরু হয়েছে। স্থানীয় কৃষকদের কাছ থেকে তিন বছরের চুক্তিতে জমি নেওয়া হয়েছে। জমির বিনিময়ে কৃষকরা প্রতি বিঘা জমির জন্য ২ লক্ষ টাকা করে পাবেন।বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার জানিয়েছেন, প্রাথমিক ভাবে ১০০ একর জমিতে কাজ শুরু হয়েছে। তাঁর মতে, এই প্রকল্প সফল হলে এলাকার আর্থিক সমৃদ্ধি ঘটবে। বাড়বে কর্মসংস্থানের সুযোগ।

আরও পড়ুন:- উত্তরবঙ্গ-সিকিমের ৩ অফবিট ডেস্টিনেশন ঘোরার সুযোগ মাত্র ১৫০০ টাকায়।

আরও পড়ুন:- মুখ্যমন্ত্রীর নামে সোশ্যাল মিডিয়ায় কুকথা পোস্ট করে শাস্তির মুখে চুঁচুড়ার ব্যক্তি, কি লিখেছিলেন ? দেখুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন