রাজ্যে ফের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, ২৩ জেলা থেকে আবেদন করুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

wbcs-vs-upsc-

Bangla News Dunia, Pallab : পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফে নতুন শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যার অনলাইন আবেদন প্রক্রিয়া চলছে। পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থীরা আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ জানাতে পারবে। তবে আবেদনের ক্ষেত্রে বিশেষ কিছু যোগ্যতা চাওয়া হয়েছে যা নিম্নে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

পাবলিক সার্ভিস কমিশন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কর্মী নিয়োগের একটি সরকারি সংস্থা। যার মাধ্যমে প্রতিবছর একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। কিছুদিন আগে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে বেশ কয়েকটি গ্রুপ সি সহ একাধিক পদে পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল কিছুদিনের মধ্যেই যার পরিক্ষা সম্পূর্ণ হতে চলেছে। এবার আরেকটি নতুন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করল পাবলিক সার্ভিস কমিশন। আজকের প্রতিবেদনে সেই বিজ্ঞপ্তি সংক্রান্ত যাবতীয় তথ্য আলোচনা করা হয়েছে। 

আরো পড়ুন : UPI লেনদেনে বড় পরিবর্তন ! না জানলে পড়বেন বিপদে

পদের নাম:

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে শূন্য পদের নাম হল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস অফিসার।

শূন্যপদের সংখ্যা:

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস অফিসার পদে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মোট শূন্য পদের সংখ্যা ২৫ টি।

মাসিক বেতন:

অডিট এন্ড একাউন্ট সার্ভিস অফিসার পদে আবেদনকারী চাকরি প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী মাসিক বেতন ন্যূনতম ৫৬,১০০টাকা থেকে সর্বোচ্চ ১,৪৪,৩০০ টাকা প্রদান করা হবে। মাসিক বেতনের পাশাপাশি অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

শিক্ষাগত যোগ্যতা:

আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী ব্যক্তিদের অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এর পাশাপাশি পশ্চিমবঙ্গ রাজ্যের সরকারি দপ্তরে কর্মরত ব্যক্তিরা এই পদে আবেদনযোগ্য। এছাড়াও রাজ্য সরকারি দপ্তরে অন্ততপক্ষে ৮ বছর ধরে বেতনক্রম তিন অথবা তার বেশি বেতন ক্রমের পদে কর্মরত রয়েছেন তারাও এই পদে আবেদন জানাতে পারবেন।

আরও পড়ুন : 50,000 বেকারকে ট্রেনিং দিচ্ছে মমতা সরকার, সঙ্গে পেতে পারেন মোটা আর্থিক সাহায্যও

আবেদন পদ্ধতি:

অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে তার জন্য আবেদনকারী কে https://psc.wb.gov.in এই অফিশিয়াল ওয়েবসাইটে সাহায্য নিতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে সর্বপ্রথম রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর সে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে পরবর্তী আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। আবেদন চলাকালীন চাকরি প্রার্থীর নাম ঠিকানা সহ শিক্ষাগত যোগ্যতা যাবতীয় নথিপত্র প্রদান করতে হবে। সবশেষে পুনরায় সমস্ত আবেদন পত্রটি মিলিয়ে দেখার পর ফাইনাল সাবমিট অপশন ক্লিক করলেই আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে।

নিয়োগ প্রক্রিয়া:

আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের বাঁছাই ক্ষেত্রে লিখিত পরীক্ষা নেওয়া হবে। এই লিখিত পরীক্ষায় ইংরেজি, সংবিধান, সাধারণ জ্ঞান, অডিট অ্যাকাউন্ট এবং সার্ভিস নিয়ম, অংক, অডিটিং ও অ্যাকাউন্টেন্সি বিষয়ের প্রশ্ন করা হবে। এ লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদের পরবর্তীকালে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে।

আবেদনের তারিখ:

অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১৩ মার্চ ২০২৫ তারিখ পর্যন্ত। তাই আগ্রহী চাকরিপ্রার্থীরা আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চাইলে যথাসময়ে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন