উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ক্যাম্পাসের বাইরে বের হওয়াই কাল হল তরুণীর! দুর্গাপুরের (Durgapur) এক বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ উঠল। তিনি ওডিশা (Odisha)-র বাসিন্দা।
গতকাল রাতে এক সহপাঠীর সঙ্গে ক্যাম্পাসের বাইরে গিয়েছিলেন তরুণী। অভিযোগ, সেইসময় কয়েকজন যুবক এসে তাঁদের পথ আটকায়। সরিয়ে দেওয়া হয় সেই সহপাঠীকে। কেড়ে নেওয়া হয় তরুণীর মোবাইল। এরপর ছাত্রীকে জোর করে রাস্তা থেকে তুলে পাশের জঙ্গলে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, সেখানেই গণধর্ষণ করা হয় তাঁকে। পরে তরুণীর সহপাঠী তাঁকে উদ্ধার করে কলেজে নিয়ে যান। ভর্তি করা হয় হাসপাতালে। বিষয়টি জানার পর তড়িঘড়ি এদিন ভোরে দুর্গাপুরে এসে পৌঁছান তরুণীর বাবা-মা। ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কলেজের তরফ থেকেও জানানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ (Police)।
এদিকে সহপাঠীর ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। নির্যাতিতার মায়ের তরফে জানানো হয়, মেয়ে বাইরে যেতে চায়নি। সহপাঠীর কথায় তিনি বাইরে যেতে রাজি হন। তারপর এই ঘটনা ঘটে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রসঙ্গত, ২০২৪ সালের অগাস্ট মাসে কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে এক তরুণী চিকিৎসকের ধর্ষণ ও মৃত্যুর ঘটনা গোটা রাজ্যজুড়ে সাড়া ফেলে দিয়েছিল। দেশের মাটি পেরিয়ে আন্দোলনের আঁচ পৌঁছায় বিদেশেও। ফের এমন ঘটনা যেন সেই ভয়াবহ স্মৃতি উসকে দিল।