Bangla News Dunia, Pallab : রাজ্যের যাদবপুর বিশ্ববিদ্যালয় ভূতত্ত্ব বিভাগে ২০২৫ সালের জন্য একটি ছাত্র ইন্টার্নশিপ প্রোগ্রাম চালু করা হয়েছে। এই ইন্টার্নশিপটি একটি সরকারি অর্থায়নে পরিচালিত গবেষণা প্রকল্পের অধীনে অনুষ্ঠিত হবে, যা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড (SERB) দ্বারা ফান্ডেড হবে। যেসব ছাত্রছাত্রী ভূতত্ত্বে আগ্রহী এবং ভবিষ্যতে গবেষণা করতে ইচ্ছুক, তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ হতে চলেছে । যারা আগ্রহী তারা আরও বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন।
আরও পড়ুন : এই ৫ সস্তার খাবার ভিটামিন সি-এর ভাণ্ডার, শরীরকে রোগমুক্ত রাখে
ইন্টার্নশিপের নাম: স্টুডেন্ট ইন্টার্ন
প্রতিষ্ঠান : যাদবপুর বিশ্ববিদ্যালয় অধিকর্তা ড. দীপক সি পাল, অধ্যাপক, ভূতত্ত্ব বিভাগ প্রকল্প অর্থায়নকারী
সংস্থা: SERB
ইন্টার্নশিপের মেয়াদ: ২ মাস স্টাইপেন্ড প্রতি মাসে ৫,০০০ স্থান :কলকাতা, পশ্চিমবঙ্গ
এই প্রকল্পটি মূলত Singhbhum Shear Zone (Eastern India) এলাকায় অবস্থিত pyrite-এর geochemical এবং isotope বিশ্লেষণ নিয়ে কাজ করবে। এতে iron এবং sulphur isotope systematics-এর উপর গভীর পর্যবেক্ষণ করা হয়ে থাকে , যা গুরুত্বপূর্ণ ভূতাত্ত্বিক তথ্য প্রদান করে থাকে।
আবেদন পদ্ধতি :
এক্ষেত্রে যে সকল প্রার্থীরা উপযুক্ত যোগ্যতার অধিকারী তারা অফলাইন মাধ্যমে আবেদন করতে হবে। আগ্রহী প্রার্থীদেরকে একটি পিডিএফ ফাইলের মাধ্যমে নিম্নলিখিত ডকুমেন্টস সহ আবেদন জমা করতে হবে।
জরুরি ডকুমেন্টস সমূহ :
১. বায়োডাটা বা সিভি
২. শিক্ষাগত যোগ্যতার সমস্ত প্রমাণপত্র
৩. জন্মতারিখের প্রমাণ বা বয়সের প্রমাণ
৪. পরিচয়পত্রের ফটোকপি যেমন আধার বা ভোটার কার্ড
৫. পূর্ববর্তী গবেষণা কাজ বা প্রাসঙ্গিক প্রকল্প (যদি থাকে)
সুযোগ নিতে যোগ্যতা ও শর্তাবলী সমূহ :
প্রয়োজনীয় যোগ্যতা: আবেদনকারীকে ভূতত্ত্ব বা প্রয়োগিক ভূতত্ত্বে স্নাতকোত্তর কোর্সে অধ্যয়নরত হতে হবে। স্নাতক এবং (যদি প্রযোজ্য) স্নাতকোত্তর স্তরে ন্যূনতম ৬০% নম্বর থাকা আবশ্যক।
অন্যান্য যোগ্যতা (ইচ্ছাকৃত): আয়রন অর জিওলজি এবং isotope geochemistry-এর উপর মৌলিক জ্ঞান থাকতে হবে । গবেষণায় আগ্রহ এবং তথ্য বিশ্লেষণের দক্ষতা থাকতে হবে ।
আবেদন পাঠানোর ইমেইল: [email protected]
আবেদনের শেষ তারিখ: ২৩ এপ্রিল ২০২৫
নিয়োগ পদ্ধতি : যোগ্যতার ভিত্তিতে শর্টলিস্ট হওয়া প্রার্থীদের সঙ্গে Google Meet-এর মাধ্যমে অনলাইন ইন্টারভিউ নেওয়া হবে। বাছাই কৃত প্রার্থীদের ইমেইলের মাধ্যমে ফলাফল জানানো হবে।