Bangla News Dunia, Pallab : পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে পশ্চিমবঙ্গ ভূমি দপ্তরের অধীনে প্রার্থীদের নিয়োগ করা হবে। রাজ্যের যোগ্য প্রার্থীরা যে কোন প্রান্ত থেকে আবেদন জানাতে পারবেন এক্ষেত্রে পুরুষ মহিলা সকলে আবেদনের যোগ্য হবে। ভূমি দপ্তরের এ নিয়োগের ক্ষেত্রে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে গ্রুপ সি লেভেলের পদে নিয়োগ করা হবে তবে এই নিয়োগ সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল হিসাবে সম্পাদন করা হবে। আপনি যদি একজন চাকরির প্রার্থী হয়ে থাকেন এবং এই নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী হন তবে আগেই বিস্তারিত জেনে নিবেন তারপর আবেদন করবেন। নিচে ধাপে ধাপে এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত আলোচনা করা হচ্ছে।
আরও পড়ুন : RBI-এর বড় ঘোষণা, ব্যাঙ্ক থেকে ২৫ হাজার টাকার বেশি তোলা যাবে না !
নিচে শূন্য পদ ও তার সম্পর্কে আলোচনা করা হলো :
এক্ষেত্রে যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে ভূমি দপ্তরের অধীনে প্রার্থীদের ক্লার্ক বা আমীন পদে নিয়োগ করা হবে। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা অফিসিয়াল নোটিশ অনুযায়ী পরিপূর্ণ থাকতে হবে এবং এক্ষেত্রে প্রার্থীরা সর্বাধিক ৬৪ বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন। আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল নোটিশ থেকে যোগ্যতা অভিজ্ঞতা সম্পর্কে বিস্তারিত জেনে নিবেন এর জন্য অফিসিয়াল নোটিফিক ডাউনলোড লিংক নিচে দেওয়া হল।
মাসিক সাম্মানিক বেতন : যে সকল প্রার্থী ভূমি দপ্তরের এ নিয়োগের ক্ষেত্রে নিযুক্ত হবেন সে সমস্ত প্রার্থীদের মাসিক সাম্মানিক হিসেবে প্রতি মাসে ১০ হাজার টাকা দেওয়া হবে।
এবার প্রশ্ন হল কিভাবে আবেদনপত্র জমা করা যাবে :
যে সকল চাকরি প্রার্থীরা এই নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী তার আগে অফিসিয়াল নোটিশ থেকে যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জেনে নিবেন যদি আপনার যোগ্যতা ঠিক থাকে তাহলে এক্ষেত্রে অফলাইন মাধ্যমে আবেদন করার সুযোগ পাবেন।
- অফলাইন মাধ্যমে আবেদন করতে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে এবং সেখানে দেওয়া সংশ্লিষ্ট নিয়োগের আবেদন পত্রটি ডাউনলোড করে প্রিন্টার বের করে নিতে হবে
- এরপর ওই আবেদন পত্রটি যথাযথ তথ্য দিয়ে নির্ভুলভাবে পূরণ করতে হবে
- আবেদনপত্রের যথাস্থানে পাসপোর্ট সাইজের ছবি বসাতে হবে যা সাম্প্রতিক হতে হবে
- এরপর আবেদন পত্রের সঙ্গে প্রার্থীর যোগ্যতা সহ ও সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টসের জেরক্স কপি দিয়ে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট সময়ের পূর্বে জমা করতে হবে।
- এছাড়াও আবেদন পত্র জমা করার সংক্রান্ত বিস্তারিত তথ্য অফিসিয়াল নোটিশে দেখে নিতে পারেন
জরুরি ডকুমেন্টসমূহ
এক্ষেত্রে যে সমস্ত প্রার্থীরা যোগ্যতার ভিত্তিতে আবেদন জানাতে চাই সে সমস্ত প্রার্থীদের আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টস এর জেরক্স কপি জমা করতে হবে। প্রার্থীর প্রয়োজনে ডকুমেন্টস বলতে শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস এবং বয়সে প্রমাণপত্র সহ পূর্ব কাজের বিভিন্ন ডকুমেন্টস এবং পাসপোর্ট সাইজের ছবি ও অন্যান্য জরুরী ডকুমেন্টস।
আরও পড়ুন : ২ বছরের জন্য সিম কার্ড বন্ধ হবে, নতুন নিয়ম চালু !
নিয়োগ পদ্ধতি :
যে সমস্ত প্রার্থীরা যোগ্যতার ভিত্তিতে এই নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে সফল হবেন সে সমস্ত প্রার্থীদের নিয়োগ করা হবে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে। প্রার্থীদের ইন্টারভিউর দিন সকল প্রয়োজনীয় ডকুমেন্টের অরিজিনাল কপি নিয়ে উপস্থিত থাকতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ সমূহ : এক্ষেত্রে অফলাইন মাধ্যমে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে ৩ মার্চ ২০২৫ তারিখ এবং প্রার্থীদের জন্য সরাসরি ইন্টারভিউ এর আয়োজন করা হয়েছে ১২-০৩-২০২৫ তারিখ সকাল দশটা হইতে।