রাজ্যে রেশন নিয়ে মার্চ মাসে দারুণ সুসংবাদ ! পাবেন বাড়তি সামগ্রী, কীভাবে দেখুন ?

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : রেশন কার্ড ধারীদের জন্য দারুন সুখবর, মার্চ মাস থেকে রাজ্যে প্রচুর রেশন সামগ্রী বিতরণ হতে চলেছে। তাই আপনি এবং আপনার পরিবারের রেশন কার্ড থাকলে প্রতিবেদনটি বিস্তারিত দেখতে পারেন। রাজ্য সরকার মার্চ মাস থেকে রাজ্যের বিপুল পরিমাণ রেশন সামগ্রী বিতরণ করতে চলেছে সেই সংক্রান্ত যাবতীয় তথ্য আলোচনা করা হলো। তাই রেশন কার্ড ধারীরা আগামী মার্চ মাস থেকে আপনার রেশন কার্ড অনুযায়ী কতটা রেশন পাবেন? আপনার রেশন কার্ড চাল, গম, আটা বা চিনি কতটা পরিমাণে বরাদ্দ হয়েছে? সেই সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখুন।

আরো পড়ুন : বৃদ্ধ বয়সে ভালো থাকার উপায় !

রেশন প্রকল্প:

পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে রেশন প্রকল্পের সূচনা করেছেন। যার মাধ্যমে রাজ্যের দরিদ্র এবং সাধারণ পরিবার গুলিকে মাসিক রেশন সরবরাহ করা হয়। নিম্নে পশ্চিমবঙ্গ সরকারের একাধিক রেশন প্রকল্প গুলি আলোচনা করা হলো।

১. দুয়ারে রেশন প্রকল্প:

দুয়ারে রেশন প্রকল্প হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি অভিনব উদ্যোগ, যার মাধ্যমে গ্রাম থেকে শহর পর্যন্ত প্রত্যেক মানুষের দরজায় রেশন পৌঁছে দেওয়া হয়। এই প্রকল্পের মাধ্যমে, রাজ্যের মানুষ তাদের রেশন কার্ডের মাধ্যমে গৃহস্থালী পণ্য সুবিধা গ্রহণ করতে পারেন, বিশেষত সেইসব অঞ্চলে যেখানে রেশন দোকানে যাওয়া কঠিন।

২. আন্না যোজনার (Anna Yojana):

করোনাকালীন এই প্রকল্পের আওতায় রাজ্য সরকারের পক্ষ থেকে বিনামূল্যে খাদ্যদ্রব্য (চাল, আটা, দাল, চিনি ইত্যাদি) বিতরণ করা হয়েছে। যাদের আয় কম, তাদের জন্য এই ব্যবস্থা অত্যন্ত সহায়ক।

৩. রেশন কার্ড পুনর্নির্মাণ ও সংশোধন:

রাজ্যে অনেক মানুষকে প্রয়োজনীয় রেশন সুবিধা থেকে বঞ্চিত হওয়ার জন্য রেশন কার্ড প্রক্রিয়া সহজ করা হয়েছে। অনেক পরিবার যারা আগে রেশন সুবিধা পেতেন না, তারা এখন তাদের উপযুক্ত রেশন কার্ড পেতে সক্ষম।

৪. দরিদ্রদের জন্য ভর্তুকি প্রাপ্ত খাদ্যসামগ্রী বিতরন:

সরকার প্রতি মাসে দরিদ্রদের জন্য কম দামে বা ভর্তুকি মূল্যে খাদ্য বিতরণ করে থাকে, যাতে তারা তাদের দৈনন্দিন জীবনে খাদ্য সংকটের মুখোমুখি না হন।

আরও পড়ুন : জন্ম সার্টিফিকেট অনলাইন আবেদন, চেক ও অনলাইন ডাউনলোড – সম্পূর্ণ পদ্ধতি দেখুন ?

মার্চ মাস থেকে রেশন কার্ডের সুবিধা:

ভারত সরকার এবং রাজ্য সরকার গুলি দেশের সাধারণ গরিব পরিবারগুলিকে খাদ্য সুরক্ষার অন্তর্গত রেশন সামগ্রী সরবরাহ করে থাকে। যার মাধ্যমে বর্তমানে রেশন কার্ড ধারীদের সম্পূর্ণ বিনামূল্যে চাল আটা থেকে শুরু করে অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করে থাকে। ভারত সরকার রেশন কার্ড ধারীদের মূলত চারটি শ্রেণীতে ভাগ করেছেন যথা- অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY), বিশেষ অগ্রাধিকার পরিবার (SPH), অগ্রাধিকার পরিবার (PHH), RKSY-1 ও RKSY-2 । উক্ত রেশন কার্ড ধারীদের কার্ড অনুযায়ী একাধিক সুবিধা প্রদান করা হয়। বর্তমানে মার্চ মাস থেকে রেশন কার্ড ধারীদের একাধিক নতুন সুবিধা প্রদান করা হবে। তাই আপনার কার্ড অনুযায়ী কি কি সুবিধা পাবেন তার নিম্নলিখিত।

  • • অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY) যাদের রয়েছে তারা এই কার্ডের মাধ্যমে আগামী মার্চ মাসে ২১ কেজি চাল, ১৪ কেজি গম এবং ১ কেজি চিনি পাবেন।
  • • বিশেষ অগ্রাধিকার পরিবার (SPH) এই কার্ডধারীরা প্রতি মাসে পাবেন ৩ কেজি চাল এবং ১ কেজি ৯০০ গ্রাম আটা। এটি সাধারণত বিশেষভাবে অগ্রাধিকার পরিবারগুলির জন্য বরাদ্দ থাকে।
  • • RKSY-1 ও RKSY-2 কার্ডধারী পরিবার গুলির মধ্যে RKSY-1 কার্ডে প্রতি মাসে ৫ কেজি চাল পাওয়া যায় এবং RKSY-2 কার্ডে প্রতি মাসে ২ কেজি করে চাল পাওয়া যায়।

আরও পড়ুন : ট্রাম্পের সাথে বিরোধের পর এই দেশগুলিকে পাশে পেলেন জেলেনস্কি,

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন