Bangla News Dunia, Pallab : শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে রাজ্যে Guest Teacher পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকারের অফিস অফ দ্য সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট অ্যান্ড সাব-ডিভিশনাল অফিসার এর অফিস থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
আরো পড়ুন : বৃদ্ধ বয়সে ভালো থাকার উপায় !
রাজ্যে সরকারি মডেল স্কুলে বিভিন্ন বিষয়ে Guest Teacher পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদর দিতে হবে না লিখিত পরীক্ষা! নোটিশে জানিয়ে দেওয়া হয়েছে, শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে কর্মী নিয়োগ করা হচ্ছে।
নিয়োগ করা হচ্ছে, গভর্নমেন্ট মডেল স্কুল, হরিরামপুর (ইংলিশ মিডিয়াম) ও গভর্নমেন্ট মডেল স্কুল, কুশমণ্ডি (ইংলিশ মিডিয়াম) বিদ্যালয়ে। যেখানে গভর্নমেন্ট মডেল স্কুল, হরিরামপুর (ইংলিশ মিডিয়াম) এ ইতিহাস ও ভূগোল বিষয়ে শিক্ষক নিয়োগ করা হচ্ছে। আর অপরদিকে গভর্নমেন্ট মডেল স্কুল, কুশমণ্ডি (ইংলিশ মিডিয়াম) এখানেও ভূগোল বিষয়ে Guest Teacher নিয়োগ করা হচ্ছে।
আরও পড়ুন : জন্ম সার্টিফিকেট অনলাইন আবেদন, চেক ও অনলাইন ডাউনলোড – সম্পূর্ণ পদ্ধতি দেখুন ?
উপরে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স থাকতে হবে সর্বোচ্চ 62 বছর বয়সের মধ্যে। বয়স হিসেব করা হবে 01/01/2025 তারিখের নিরিখে। আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশন ভালো ভাবে দেখে নিন ও আবেদন করুন।
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদন করতে হবে অফলাইনে। এরজন্য আবেদন ফর্ম ও সমস্ত নথি সহকারে The Sub-divisional Officer, Gangarampur Sub-division, P.O. Buniadpur, P.S.- Banshihari, Dist- Dakshin Dinajpur এই ঠিকানার নির্দিষ্ট ড্রপ বক্সে জমা করতে হবে 19/03/2025 তারিখের মধ্যে।
আরও পড়ুন : ট্রাম্পের সাথে বিরোধের পর এই দেশগুলিকে পাশে পেলেন জেলেনস্কি,