রাজ্যে ১ লক্ষ ১৫ হাজার কর্মসংস্থান হচ্ছে, বড় ঘোষণা মমতার

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : রাজ্যের চাকরিপ্রার্থীদের (West Bengal Job) জন্য সুখবর। একদিকে যেমন চাকরিচ্যুত শিক্ষকদের আন্দোলন, আর একদিকে আইনি টানাপোড়েনের মাঝে এবার আশার আলো দেখিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কঠিন সময় দাঁড়িয়ে রাজ্যের বুকে কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দিয়েছেন তিনি। 

আরও পড়ুন : পহেলগাঁও হামলায় কোন 5 কড়া পদক্ষেপ নিলো ভারত ? জানতে বিস্তারিত পড়ুন

সোমবার পশ্চিম মেদিনীপুরের শালবনীর ঐতিহাসিক মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে, শালবনীতে গড়ে উঠছে বিশাল তাপবিদ্যুৎ কেন্দ্র। আর সেখানে ১৫০০০ জনের কর্মসংস্থান হবে। 

শালবনীতে ১৬ হাজার কোটি টাকার মেগা প্রকল্প

সূত্রের খবর, JSW Group-এর উদ্যোগে ১৬ হাজার কোটি টাকা ব্যয় করে শালবনীতে গড়ে উঠছে দুটি ৮০০ মেগা ইউনিটের তাপবিদ্যুৎ কেন্দ্র। আর এই প্রকল্পের উদ্বোধনে অনুষ্ঠিত ছিলেন দেশের প্রাক্তন ক্রিকেটার অধিনায়ক সৌরভ গাঙ্গুলী সহ একাধিক ব্যক্তি।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই প্রকল্প শুধুমাত্র বিদ্যুৎ দেবে না। বরং দেবে হাজার হাজার মানুষের রুজিরোজগারের সুযোগ। আর রাজ্যের ২৩টি জেলার যুবক যুবতীরা উপকৃত হবে কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ থেকে।

দেউচা পাঁচমিতে আরও ১ লক্ষ চাকরির ঘোষণা

শুধু এখানেই শেষ নয়, বরং মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেছেন, বীরভূম জেলার দেউচা পাঁচমি প্রকল্প নিয়ে। তিনি জানিয়েছেন যে, সেখানে কোল ব্লকের কাজ শুরু হলে প্রায় এক লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। 

আর এই ঘোষণা পশ্চিমবঙ্গের বেকার যুবক সমাজের কাছে নিঃসন্দেহে আশার আলো। যেখানে একদিকে ২৬ হাজার শিক্ষকের চাকরি খোয়াতে গোটা রাজ্যে বিক্ষোভ দেখা যাচ্ছে, সেখানে এরকম ঘটনা রাজ্যবাসীর মনবলকে অনেকটাই বাড়িয়ে দেবে বলে মনে করা হচ্ছে।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন