রাজ্যে ২০০২ সালের তালিকার সঙ্গে মিল নেই ২৬ লাখ ভোটারের নাম! তাহলে কী বাদ নাম? চাঞ্চল্যকর তথ্য জানালেন নির্বাচন কমিশন!

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

রাজ্যে ভোটার তালিকায় বড় অমিল ধরা পড়েছে। ২৬ লাখ ভোটারের নাম ২০০২ সালের তালিকার সঙ্গে মিলছে না।

নির্বাচন কমিশনের আধিকারিক সূত্রে জানা গেছে, ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকা মিলিয়ে দেখা যায় প্রায় ২৬ লাখ ভোটারের নাম নেই।

এখনও পর্যন্ত ৬ কোটির বেশি এনুমারেশন ফর্ম ডিজিটালাইজেশন করা হয়েছে। এবং এগুলোকে পুরনো তালিকার সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে। সেখানে থেকে জানা যায় , প্রায় ২৬ লাখ ভোটারের নাম নতুন তালিকায় থাকবে না।
নির্বাচন কমিশনের আধিকারিক আরও জানান যে, ডিজিটাইজেশনের কাজ চলতে থাকায় এই সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রসঙ্গত, রাজ্যে এখনও ১৪ লাখ এনুমারেশন ফর্ম জমা পড়েনি। মৃত ভোটার, ঠিকানা বদলানো এবং ডুপ্লিকেট ফর্মের কারণে এই সংখ্যা বেড়েই চলেছে। মঙ্গলবার পর্যন্ত জমা না হওয়া ফর্মের সংখ্যা ১৩ লাখ ৯২ হাজারে পৌঁছেছে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন