WB Govt Panchayet Recruitment: পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে। রাজ্য সরকারের অধীনে দীর্ঘদিন ধরে রেজিস্ট্রেশন হয়ে থাকা পঞ্চায়েত নিয়োগের আবেদন শুরু হতে পারে অবিলম্বে এই এমনটাই জানা যাচ্ছে। দীর্ঘদিন ধরে ওবিসি সংখ্যা সংক্রান্ত সমস্যার কারণেই এই নিয়োগ স্থগিত রাখা হয়েছিল। যদিও বর্তমানে ওবিসি সংক্রান্ত সমস্যা সমাধানের দিকে তাই এবার নড়েচড়ে বসতে চলেছে পঞ্চায়েত দপ্তর। এই নিয়োগ প্রায় ৬৫৫২ পদে পূরণ হতে চলেছে বলে ইতিমধ্যে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছিল রাজ্য পঞ্চায়েত এবং গ্রাম্য উন্নয়ন দপ্তর কর্তৃক। এবার ফের একবার এই নিয়ে সবুজ সংকেত আজকের চলেছে।

WB Govt Panchayet Recruitment
আমরা সকলে জানি বর্তমানে রাজ্যের পঞ্চায়েত কর্মী নিয়োগের এই সুবিশাল শূন্য পদে চান্স পেতে চলেছেন রাজ্যের সমস্ত প্রান্তের বেকার যুবক-যুবতীরা যাদের যোগ্যতা ন্যূনতম অষ্টম থেকে সর্বাধিক গ্রেজুয়েশন পর্যন্ত রয়েছে।তবে ইতিমধ্যে এর রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হল এখনো পর্যন্ত স্পষ্ট করে বলা হয়নি এই নিয়ে হোক রাজ্যভিত্তিক নাকি জেলা ভিত্তিক হিসেবে সম্পন্ন করা হবে। আশা করা হচ্ছে আগামী কিছুদিনের মধ্যে এই সংক্রান্ত আপডেট দিতে পারে পঞ্চায়েত দপ্তর। তবে কত নিয়োগের উপর নির্ভর করলে বলা যায়, জেলা ভিত্তিক নিয়োগ হওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে এবার যেহেতু রাজ্যভিত্তিক শূন্যপদ প্রকাশ করা হয়েছে তাতে রাজ্যভিত্তিক নিয়োগ হওয়ার সম্ভাবনাও খুব বেশি।
এক্ষেত্রে রাজ্যের নূন্যতম অষ্টম শ্রেণি পাশ থেকে শুরু করে উচ্চতম গ্রাজুয়েশন এবং ইঞ্জিনিয়ারিং প্রভৃতি যোগ্যতা থাকলে প্রার্থীরা বিভিন্ন পদগুলিতে আবেদন জানাতে পারবেন। পঞ্চায়েত কর্মী থেকে শুরু করে এক্ষেত্রে সেক্রেটারি এবং সহায়ক, ক্লার্ক, ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ, পঞ্চায়েত সমিতির বিভিন্ন ধরনের কর্মী নিয়োগ করা হবে। এক্ষেত্রে প্রার্থীদের গ্রুপ সি লেভেলের পদের জন্য শিক্ষাগত যোগ্যতা থাকার পাশাপাশি কম্পিউটারযোগ্য তাও থাকতে হবে। এবং নূন্যতম ১৮ বছর থেকে সর্বাধিক ৪০ বছর বয়স পর্যন্ত আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে এবং যারা বিভিন্ন সংরক্ষিত জাতি থেকে আবেদন করবেন তারা সরকারি নিয়ম মাফিক আবেদনের বয়সের ছাড় পাবেন।
এক্ষেত্রে যে সমস্ত প্রার্থীরা নিযুক্ত হবেন তাদের বিভিন্ন জেলায় বিভিন্ন পঞ্চায়েতগুলিতে পোস্টিং দেওয়া হবে এবং প্রত্যেক পদের জন্য আলাদা আলাদা পরীক্ষার ধরন এবং শূন্য পদও থাকবে। এক্ষেত্রে রাজ্যের মহিলা কিন্তু পুরুষ সকল প্রার্থীরা অংশগ্রহণ নিতে পারবেন। তবে এই নিয়োগের পূর্ণ আবেদন পত্র এখনো পর্যন্ত গ্রহণ করা শুরু হয়নি যদিও ইতিমধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
এই নিয়োগের আবেদন পত্র গ্রহণ শুরু হলে অনলাইনে মাধ্যমে আবেদনপত্র গ্রহণ করা হবে এবং অনলাইনে মাধ্যমে আবেদন করতে প্রার্থীদের অবশ্যই পঞ্চায়েত এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। যারা আগে থেকে রেজিস্ট্রেশন করা রয়েছে কেবল তারাই এ ক্ষেত্রে সুযোগ পেতে চলেছে। তবে এক্ষেত্রে পুনরায় আবার রেজিস্ট্রেশন করার সুযোগও দিতে পারে রাজ্য সরকার। আর এক্ষেত্রে যেহেতু ও বেশি সংক্রান্ত সমস্যা ছিল তাই সেটির জন্য আবারও সংশোধন করার ও সুযোগ দিতে পারে সংশ্লিষ্ট দপ্তর।
তবে এখনো পর্যন্ত অফিশিয়ালি ভাবে এই নিয়োগের আবেদন গ্রহণ প্রক্রিয়ার সম্পর্কে কোন রকম আপডেট দেওয়া হয়নি তাই জানা যাচ্ছে আর আমি কিছুদিনের মধ্যেই এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেতে পারে। কেননা বর্তমানে বিভিন্ন নিয়োগ নিয়ে নানা জটিলতায় রয়েছে রাজ্যের বিভিন্ন দপ্তর। এই সমস্যার সমাধান হলেই নতুন নিয়োগের পথে হাঁটতে পারে রাজ্য সরকারের পঞ্চায়েত দপ্তর বলে জানা যায়। সম্ভবত নতুন বছরের শুরুতেই এই সংক্রান্ত আপডেট আসতে পারে বলে জানা যাচ্ছে।
তবে অবশ্যই আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে চোখ রাখবেন সেখানে এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত আপডেট দেওয়া হবে। যদি যদি এই নিয়োগ সংক্রান্ত কোনো অফিসিয়াল আপডেট আসে অথবা আবেদন সংক্রান্ত কোনো রকম আপডেট আসে তাহলে অবশ্যই সেটি অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।














