রাজ্যে 1 লক্ষ কর্মসংস্থানের ঘোষণা মূখ্যমন্ত্রীর ! জানুন কীভাবে ও কোথায় নিয়োগ

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য সেরা সরকার কর্তৃক নতুন ঘোষণা করা হয়েছে। এটি শুধু ঘোষণা নয় রাজ্যের বেকার যুবক যুবতীদের জীবনে আনতে পারে বিরাট পরিবর্তন। কেননা রাজ্য সরকার কর্তৃক এক লক্ষ কর্মসংস্থানের কথা এখানে ঘোষণা করা হয়েছে। এটি শুনতে অবাক লাগলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি মিডিয়ার সামনে এমন ঘটনাটি করেছেন। তবে কিভাবে এই নিয়োগটি করা হবে কোথায় এই কর্মসংস্থান রয়েছে, তাই স্পষ্টভাবে জানিয়ে দেন রাজ্য সরকার। চলুন আজকের প্রতিবেদনে এই সম্পর্কে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক।

আরও পড়ুন : বিদ্যুৎ বিল কমাতে সরকারের নতুন উদ্যোগ! কি সুবিধা হবে ? বিস্তারিত জেনে নিন

রাজ্যে নিয়োগ নিয়ে বর্তমান অবস্থা

আমরা কমবেশি সকলে জানি রাজ্যজুড়ে কর্মসংস্থান নিয়ে বিরাট আশঙ্কায় জীবন কাটাচ্ছেন বেকার যুবক-যুবতীরা। কেননা রাজ্যে দীর্ঘদিন ধরে বহুনিয়োগ প্রক্রিয়ায প্রায় বন্ধ হয়ে রয়েছে। রাজ্যে নানা ধরনের কেস আদালতে পড়ে রয়েছে তার জেরে বন্ধ রয়েছে নানা ধরনের নিয়োগ প্রক্রিয়া। শিক্ষক নিয়োগ থেকে শুরু করে অন্যান্য গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়া নিয়ে নানা দিক থেকে বাধার সম্মুখীন হয়ে রয়েছে।

রাজ্য দূর্নীতির কবলে নানা নিয়োগ

বর্তমানে রাজ্যে সব থেকে বড় দুর্নীতি হলো শিক্ষক নিয়োগে। কেননা কম বেশি সকলে জানে গত কিছুদিন আগে শীর্ষ আদালত কর্তৃক রাজ্যে ২৬ হাজার শিক্ষক ও শিক্ষা কর্মীর চাকরির বাতিল করা হয়। এই নিয়ে ক্ষণে ক্ষণে রাজ্যের রাস্তায় দেখা দিচ্ছে আন্দোলন। কেননা রাজ্যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিরাট দুর্নীতির সম্মুখে রয়েছে বহু যোগ্য প্রার্থীরাও। এমন অবস্থায় রাজ্য সরকার কর্তৃক নতুন করে এক লক্ষ কর্মসংস্থানের ঘোষণা করা হয়েছে।

রাজ্য ওবিসি মামলায় আটকে নিয়োগ

আমরা সকলে জানি বর্তমানে রাজ্য সরকার কর্তৃক নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখার অন্যতম কারণ হিসেবে ওবিসি মামলা কে তুলে ধরা হয়েছে। এই মামলার কারণে রাজ্যজুড়ে শিক্ষক নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন ধরনের নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে। এমনকি বিভিন্ন পরীক্ষার ফলাফল বার হলেও তারপর পরবর্তী নিয়োগ ধাপের কোনরকম নোটিশ জারি করছেনা রাজ্য সরকার। অন্যদিকে রাজ্য সরকার বেশ কয়েকবার রাজ্যের শূন্য পদের অবস্থান জানিয়েছেন। তিনি নিজেই জানিয়েছেন রাজ্যে প্রায় ১০ লক্ষ কর্মসংস্থান রয়েছে যার মধ্যে প্রায় এক লক্ষ কর্মসংস্থান শিক্ষক পদের জন্যই রয়েছে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন