Bangla News Dunia, Pallab : রাজ্যে বেকারত্বের সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে তার মধ্যে মুখ্যমন্ত্রীর একটি বার্তা বেকার যুবক যুবতীদের মুখে হাসি ফোটাবে। এদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই আজ দুই থেকে তিন লক্ষ সরকারি চাকরির বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন আগামী কিছুদিনের মধ্যে রাজ্যে দুই থেকে তিন লক্ষ চাকরি দিতে চলেছেন। এ সরকারি চাকরিগুলি রাজ্যের বিভিন্ন দপ্তরে যারা স্বাস্থ্য শিক্ষা কিংবা পুলিশ অথবা অন্যান্য দপ্তরে পূরণ করা হবে। রাজ্য মুখ্যমন্ত্রী এমন অবশ্যই রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য আশার আলো দেখাবে।
আরও পড়ুন : ভোটার কার্ডে Adhaar লিংক সবাইকে আবার করতে হবে ! জানুন কবে থেকে
রাজ্য অতিশীঘ্রই বিপুল নিয়োগ
আমরা কম বেশি সকলে জানি রাজ্যের বিভিন্ন নিয়োগ নানা দুর্নীতির কারণে বর্তমানে হাইকোর্টে কিংবা কোর্টে পড়ে রয়েছে। রাজ্যের শিক্ষক নিয়োগ থেকে পৌরসভা কর্মী নিয়োগ এমনকি অন্যান্য বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে নানা দুর্নীতির কারণে বহু দায়িত্বশীল নেতা মন্ত্রীরা জেলে রয়েছেন। তবে বর্তমানে বেশ কিছুদিন ধরে রাজ্য সরকার নতুনভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পাদন করার জন্য নানা পদক্ষেপ নিয়েছেন। আগামীতে স্বচ্ছ নিয়োগের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বিভিন্ন দপ্তরকে সতর্কও করেছেন।
ওবিসি মামলায় আটকে নিয়োগ
রাজ্য সরকারের বার্তা অনুযায়ী রাজ্যে বহু পদে আগামীতে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। তবে রাজ্যে নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকার পিছনে কারণ হচ্ছে ওবিসি মামলা। রাজ্য সরকারের নিয়োগ সম্পর্কে সদস্য থাকলেও রাজ্য সরকার ওবিসি মামলার কারণে নতুন করে নিয়োগ প্রক্রিয়া হাঁটতে পারছেন না। রাজ্য সরকার জানিয়েছেন রাজ্যে ওবিসি মামলা মিটলে প্রায় দুই থেকে তিন লক্ষ নতুন সরকারি চাকরি দেওয়া হবে। তিনি আরো জানান এক্ষেত্রে অনেক নিয়োগ শুধু মামলা মিটলেই শুরু হয়ে যাবে।
আরও পড়ুন : চলতি মাসে চারদিন ব্যাঙ্ক বন্ধ ! জানুন কোন কোন দিন গুলি ?