রাজ্য সরকারি কর্মচারিদের ৪ শতাংশ ডিএ বৃদ্ধি, কবে থেকে জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- রাজ্য সরকারি কর্মচারিদের ডিএ বাড়ানোর ঘোষণা হতে পারে রাজ্য বাজেটে। জল্পনা ছিল ৬ শতাংশও বাড়তে পারে। তবে তা হয়নি। এদিন রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তাঁর বাজেট বক্তৃতায় ঘোষণা করেন ৪ শতাংশ হারে ডিএ বৃদ্ধি করা হচ্ছে রাজ্য সরকারি কর্মচারিদের।

গতবছর রাজ্য সরকারি কর্মচারিদের ২ ভাগে ৪ শতাংশ করে ডিএ বৃদ্ধি হয়েছিল। এবার ছিল ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে রাজ্যসরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। সেখানে প্রত্যাশামত ডিএ বাড়ল। বাড়ল ৪ শতাংশ।

ফলে রাজ্য সরকারি কর্মচারিদের মোট ডিএ বেড়ে দাঁড়াল ১৮ শতাংশ। মহার্ঘভাতা বৃদ্ধি নিয়ে এবার রাজ্য বাজেটের দিকে তাকিয়েছিলেন রাজ্য সরকারি কর্মচারিরা। আশা ছিল ডিএ-তে একটা ভাল বৃদ্ধি তাঁরা দেখতে পাবেন।

এদিন মন্ত্রী জানান, ৪ শতাংশ যে ডিএ বৃদ্ধি হয়েছে তা আগামী এপ্রিল মাস থেকে কার্যকরি হবে। অর্থাৎ নতুন অর্থবর্ষ থেকে কার্যকর হতে চলেছে এদিনের ঘোষণা মত বর্ধিত ডিএ।

এখন কেন্দ্রীয় সরকারি কর্মচারিরা ৫৩ শতাংশ হারে ডিএ পান। এই ফারাক কমাতে রাজ্য সরকারি কর্মচারিরা অনেকবারই দরবার করেছেন রাজ্যসরকারের কাছে। এই ফারাক এবার আরও ৪ শতাংশ কমাল রাজ্যসরকার।

রাজ্য সরকারি কর্মচারিরা ডিএ কত বাড়ল সেদিকে সর্বদাই নজর রাখেন। এবার জানুয়ারি মাসে ডিএ বৃদ্ধি নিয়ে কোনও ঘোষণা না থাকায় কিছুটা হতাশই হয়েছিলেন তাঁরা। তবে জানুয়ারিতে না হলেও ফেব্রুয়ারিতে রাজ্য বাজেটে ডিএ ঘোষণা করে দিল রাজ্যসরকার।

 

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন