Bangla News Dunia, Pallab : রাজ্য সরকারি কর্মীদের জন্য খুশির খবর। বৃদ্ধি হতে চলেছে সরকারি কর্মীদের ডিএ (DA Hike). অবশেষে বহু প্রতীক্ষার পর সরকারি কর্মীদের (Government Employees) ডিএ বৃদ্ধি পাওয়ায় মুখে হাসি ফুটেছে সবার। এখন প্রশ্ন হল, ঠিক কবে থেকে ডিএ বৃদ্ধি হতে চলেছে, বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে, আর কত টাকা ক্রেডিট হতে চলেছে সরকারি কর্মীদের অ্যাকাউন্টে?
আরো পড়ুন : ৬ রুটে সরকারি লাক্সারি AC বাস ধর্মতলা থেকে, ভাড়াও কম, কীভাবে বুকিং? জেনে নিন
Government Employees DA Hike
সরকারি কর্মীরা দীর্ঘদিন ধরেই ডিএ বৃদ্ধির জন্য অপেক্ষা করেছিলেন। এতদিন পর তাঁদের জন্য এলো খুশির খবর। নববর্ষের আগেই কর্মীদের ডিএবৃদ্ধির ঘোষণা হয়েছিল। সুখবর এল নবান্ন থেকে। যা জানা যাচ্ছে, সরকারি কর্মীদের ১০ শতাংশ ডিএ (Dearness Allowance) বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা নিঃসন্দেহে দারুণ খুশির খবর। আর এই খবরের ফলে রাজ্যের লাখ লাখ সরকারি কর্মচারী ও পেনশনভোগী দের মুখে হাসি ফুটেছে।
কবে থেকে এই বর্ধিত ডিএ আসবে?
ইতিমধ্যে রাজ্য সরকারের অর্থ দফতর থেকে এক নয়া বিজ্ঞপ্তি জারি হয়েছে। আর সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, যারা পঞ্চম বেতন কমিশনের আওতায় থাকা কর্মীদের জন্য মহার্ঘ ভাতা ১০ শতাংশ করে বাড়ছে। যারা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় থাকা কর্মী তাঁরা ১৮ শতাংশ হারে ডিএ পাবেন।
আর অবসরপ্রাপ্ত কর্মচারীরা ১৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,পঞ্চম বেতন কমিশনের আওতাধীন কর্মীরা চলতি বছর ২০২৫ সালের ১ এপ্রিল থেকে ১০ শতাংশ বর্ধিত ডিএ পাবেন। এছাড়া, ষষ্ঠ বেতন কমিশনের আওতায় থাকা কর্মী ও পেনশনভোগীরা এপ্রিল মাসের শেষ থেকে ১৮ শতাংশ হারে ডিএ পাবেন। অর্থাৎ এর ফলে পরের মাস অর্থাৎ মে মাসের বেতন বা পেনশনের সঙ্গে কর্মীরা এই বর্ধিত টাকা পাবেন বলে আশা করা যাচ্ছে।
আরও পড়ুন : স্কুলের মিড-ডে মিলের বরাদ্দ বৃদ্ধি কেন্দ্রের, মাথাপিছু কত বাড়ছে ? দেখে নিন