Bangla News Dunia, Pallab : পশ্চিমবঙ্গ সরকার (WB Government) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন রাজ্য সরকারি প্রকল্প (Government Scheme) চালু করেছেন বিগত কয়েক বছরে। আর প্রতিটি প্রকল্প জনসাধারণের কল্যাণস্বার্থে নির্মাণ করা হয়েছে। যেমন কৃষক বন্ধু (Krishak Bandhu), লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar) বার্ধক্য ভাতা (Bardhyaka Bhata) স্কিম ইত্যাদি। এপ্রিল মাসে এই প্রকল্পগুলির টাকা কবে ঢুকবে আসুন জেনে নেওয়া যাক।
আরো পড়ুন : ৬ রুটে সরকারি লাক্সারি AC বাস ধর্মতলা থেকে, ভাড়াও কম, কীভাবে বুকিং? জেনে নিন
West Bengal Government Scheme Update
রাজ্য সরকারের এই প্রকল্পগুলোর টাকা প্রত্যেক মাসের নির্দিষ্ট তারিখে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়। এখন এটাই প্রশ্ন যে, ২০২৫ সালের এপ্রিল মাসে এই টাকা কবে আসবে। আজকের এই প্রতিবেদন থেকে সেই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।
১) কৃষক বন্ধু প্রকল্পের আপডেট
রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হয় বছরে দুই কিস্তিতে। যার মধ্যে একটি খরিফ সিজন আর অপরটি হল রবি সিজন। এর মধ্যে খরিফ সিজনের টাকা পাঠানো হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে। অতএব ২০২৫ সালের এপ্রিলে এই কিস্তি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এপ্রিল মাসের মাঝামাঝি, ১৫-২০ তারিখের মধ্যে টাকা চলে আসতে পারে অ্যাকাউন্টে।
২) লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আপডেট
পশ্চিমবঙ্গ সরকার মহিলাদের স্বার্থে চালু করেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। এই প্রকল্পে মহিলাদের জন্য প্রতি মাসে টাকা দেওয়া হয়। মাসের প্রথম সপ্তাহে, অর্থাৎ ১-১০ তারিখের মধ্যে টাকা চলে আসবে আপনাদের অ্যাকাউন্টে। এপ্রিল ২০২৫-এও এই সময়ের মধ্যে টাকা চলে আসার সম্ভাবনা রয়েছে। তবে কোনো সমস্যা হলে দুয়ারে সরকার ক্যাম্পে যোগাযোগ করতে পারেন।
৩) বার্ধক্য ভাতা প্রকল্পের আপডেট
রাজ্য সরকারের বার্ধক্য ভাতা প্রকল্পে ৬০ বছরের বেশি বয়সীদের মাসিক ১০০০ টাকা করে আর্থিক সাহায্য পাঠানো হয়। টাকা আসতে পারে মাসের শেষ সপ্তাহে। এই টাকা ২৫-৩০ তারিখের মধ্যে অ্যাকাউন্টে জমা পড়বে। পেমেন্ট আসতে পারে এপ্রিল ২০২৫-এও। তবে, ব্যাংকের লেনদেন বা সরকারি প্রক্রিয়ার ওপর নির্ভর করে টাকা আসার সময়সীমা ১-২ দিন এদিক-ওদিক হতে পারে।
৪) বিধবা ভাতা প্রকল্পের আপডেট
বিধবা ভাতা প্রকল্পে বিধবাদের আর্থিক সাহায্য পাঠানো হয়। তাঁরা মাসে ১০০০ টাকা করে পান।এই পেমেন্ট আসে সাধারণত মাসের শেষে, ২৫ থেকে ৩১ তারিখের মধ্যে। আশা করা যায়, এপ্রিল ২০২৫-এ এই সময়েই টাকা অ্যাকাউন্টে ঢুকবে।