রাজ্য সরকারের নতুন প্রকল্পে পুরুষরা পাবে ১০০০০ টাকা । বিস্তারিত জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- অবশেষে ছেলেদের জন্য লাডলা ভাই যোজনা নিয়ে আসা হল এবং এই কথা ছড়িয়ে পড়তেই খুশির জোয়ার বয়ে গেছে সকল কষ্ট করে খেটে খাওয়া ছেলেদের মধ্যে। কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে রাজ্য সরকার জন সাধারণের উন্নতির জন্য একের পর এক অভিনব প্রকল্প আনছেন। জন সাধারণের যাতে আর্থিক উন্নতি হয় তার জন্যই বিভিন্ন রকম প্রকল্প সূচনা করা হয়।

শুধুমাত্র ছেলেদের জন্য বিশেষ সরকারি প্রকল্প

বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছে। এই প্রকল্প যেমন রাজ্যের মহিলাদের জন্য সূচনা করা হয়েছে, যাতে তারা মাসিক অনুদানের মাধ্যমে নিজেদের আত্মনির্ভরশীল করে তুলতে পারে। বর্তমানে জেনারেল ক্যাটিগরির মহিলারা মাসিক ১০০০ টাকা এবং তপশিলি উপজাতির মহিলারা মাসিক ১২০০ টাকা অনুদান পেয়ে থাকে। ঠিক অনুরূপ এইবার পুরুষদের জন্য আসতে চলেছে একটি অভিনব প্রকল্প।

Ladla Bhai Yojana 2025

এর মাধ্যমে পুরুষরা ৬০০০ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত মাসিক অনুদান পাবেন। এই বিষয়ে বিস্তারিত তথ্য থাকছে আজকের এই প্রতিবেদনে। কোন রাজ্যে পুরুষদের জন্য এমন অভিনব প্রকল্প সূচনা করা হচ্ছে? কিছুদিন আগেই মিটে গেছে মহারাষ্ট্রের বিধানসভা ভোট। এই ভোটের পূর্ব মুহূর্তে মহারাষ্ট্র সরকারের (Government of Maharashtra) চালক দল বিজেপি (BJP) এই রাজ্যের যুবকদের জন্য একটি অভিনব প্রকল্পের প্রস্তাব দিয়েছিল।

আরও পড়ুন:- শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে পায়ে এই লক্ষণগুলি দেখা যায়, জেনে নিন

শুধুমাত্র ছেলেদের জন্য লাডলা ভাই যোজনা

মহারাষ্ট্র রাজ্যে যে সমস্ত যুবকরা উচ্চ মাধ্যমিক পাস করেছেন অথচ তারা এখনো স্বনির্ভরশীল হতে পারেননি। এই জন্য তাদের মনোবল বাড়ানোর জন্য সাথে বেকারত্ব ঘুচিয়ে আত্মনির্ভরশীল করে তোলার জন্যই “লাডলা ভাই যোজনা” নামক বিশেষ প্রকল্প সূচনা করা হচ্ছে। এই প্রকল্পে যে সমস্ত যুবকরা দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছেন, তারা আবেদন করবেন তাদের প্রতি মাসে ৬০০০ টাকা করে দেওয়া হবে।

লাডলা ভাই যোজনায় আবেদনে ১০০০০ টাকা

এই লাডলা ভাই যোজনার আওতায় ডিপ্লোমা করা কোন যুবক যদি আবেদন করেন তাদের মাসিক ৮ হাজার টাকা করে দেওয়া হবে। এই প্রকল্পের আওতায় স্নাতক পাস করা যুবক আবেদন করলে তাদেরকে মাসিক ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। যদিও মহারাষ্ট্রের যুবকরা মহারাষ্ট্র রাজ্য সরকারের এই প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন। তবে বিরোধী দল নেতারা এর বিপক্ষে কথা বলছেন।

তাদের কথা অনুযায়ী জানা যাচ্ছে, অনেক বছর ধরে এই রাজ্যের যুবকদের বেকারত্বকে তুলে ধরা হয়েছে বারবার। যদি এতদিন সেই ব্যাপারে কোন মীমাংসা হয়নি, তবে বিধানসভা ভোটের ঠিক আগে আগে জয়লাভের কারণে মহারাষ্ট্র সরকার এমনই টোপ ফেলছেন বলে মনে করছেন বিরোধী দল নেতারা। এই লাডলা ভাই যোজনার ঘোষণা করেন তৎকালীন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেন।

এই প্রকল্পের আওতায়, রাজ্যের যুবকরা যে কারখানায় কাজ করবে সেখানে ট্রেনিং দেওয়া হবে এবং মাসে মাসে টাকা দেওয়া হবে। তিনি আরো জানান, মহারাষ্ট্র সরকার এই প্রথম অভিনব প্রকল্পের সূচনা করছেন যার মাধ্যমে রাজ্যের যুবকদের বেকারত্ব অনেকাংশই কমে যাবে। এই প্রকল্পের সূচনা করার মূল লক্ষ্য গুলোই রাজ্য থেকে বেকারত্বের হার কমিয়ে ফেলা।

দেখা যাক এই প্রকল্প কতটা সাড়া ফেলে মহারাষ্ট্র রাজ্যে। যদিও মহারাষ্ট্রের যুবকদের কাছে এই অনুদান অনেকটাই আর্থিক সহায়তার দেবে পড়ুয়াদের পড়াশোনার ক্ষেত্রে, যেটা তাদের আগামী ভবিষ্যতে অনেকটাই জীবন মুখী করে তুলবে। আর এবারে বাকি সকল রাজ্য সরকারেরও কি উচিত ছেলেদের জন্য সরকারি প্রকল্প নিয়ে আসা? আপনাদের মতামত নিচে কমেন্ট করে জানাবেন।

আরও পড়ুন:- কাউন্টার থেকে কেনা ট্রেনের টিকিট অনলাইনেই বাতিল করা যাবে ! জানুন পদ্ধতি

আরও পড়ুন:- ভারতের কোথায় মুসলিম ধর্ম ছাড়ার হিড়িক? কোথায় ইসলামে আস্থা? হাল জানুন

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন