রাতের আকাশে ৭টি গ্রহকে একসঙ্গে দেখার বিরল সুযোগ, কবে কীভাবে দেখবেন ? জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সৌরমণ্ডল অর্থাৎ সূর্যের সংসারে এখন রয়েছে ৮টি গ্রহ। সেই ৮টি গ্রহের মধ্যে একটি পৃথিবী। তাই পৃথিবী থেকে তো আর পৃথিবীকে দেখা যেতে পারেনা। বাকি রইল ৭টি গ্রহ, বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন।

সৌরমণ্ডলের বাকি সব গ্রহকে একসঙ্গে আকাশে দেখার সুযোগ পেতে চলেছেন পৃথিবীর মানুষ। ৭টি গ্রহকে একসঙ্গে রাতের আকাশে এরপর ফের দেখা যাবে ২০৪০ সালে। তাই এ সুযোগ এবার ছাড়লে ফের ১৫ বছরের অপেক্ষা।

আগামী ২৮ ফেব্রুয়ারি সেই দিন যেদিন রাতের আকাশে দেখা যেতে চলেছে ৭টি গ্রহকে। ৭টি গ্রহকে যে আলাদা আলাদা জায়গায় দেখা যাবে তা নয়। তাদের দেখা যাবে একটা লাইন ধরে। তাই একে গ্রহদের কুচকাওয়াজ বলে ব্যাখ্যা করা হচ্ছে।

আরও পড়ুন:- কমার্স নিয়ে পড়লে আপনার জন্য রইল ৫ দুর্দান্ত কেরিয়ার অপশন,

প্রসঙ্গত কোনও বছরে একসঙ্গে ৪টির বেশি গ্রহকে দেখতে পাওয়া যাওয়াকেই এক অতি বিরল দৃশ্য বলে ধরা হয়। প্রতিবছর সে সুযোগ হয়না। এবার তো একসঙ্গে ৭টি গ্রহকেই দেখা যাবে আকাশে। তাই এক বিরল মুহুর্তের সাক্ষী হবেন ভারতবাসী।

কখন আকাশের দিকে নজর রাখতে হবে এই বিরল দৃশ্য প্রত্যক্ষ করার জন্য? বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, সন্ধে নামার ৪৫ মিনিট পর এই দৃশ্য সবচেয়ে ভাল দেখা যাবে। ২৮ ফেব্রুয়ারি ঠিক ওই সময় আকাশের দিকে নজর দিতে হবে।

শুক্র, মঙ্গল, বৃহস্পতি ও ইউরেনাস গ্রহকে খালি চোখেই স্পষ্ট দেখা যাবে। তবে বাকি ৩টি গ্রহ শনি, নেপচুন ও বুধগ্রহকে দেখার জন্য শক্তিশালী বাইনোকুলার বা টেলিস্কোপের প্রয়োজন রয়েছে। তাদের খালি চোখে দেখা যাবেনা।

আরও পড়ুন:- কৃষক বন্ধুদের ডিজিটাল কৃষক আইডি কার্ড চালু হলো। কার্ড করলেই পাবেন ৬০০০ টাকা। কিভাবে আবেদন করবেন?

আরও পড়ুন:- নয়া করোনাভাইরাসের হদিশ, কতটা বিপজ্জনক? জানতে বিস্তারিত দেখুন

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন