Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : সকল ব্যক্তিই জীবনে সমস্ত সুখ, স্বাচ্ছন্দ্য ও আনন্দ উপভোগ করার স্বপ্ন দেখে থাকেন। তবে তাঁদের অত্যধিক পরিশ্রমও করতে হয়। তবে শুধু পরিশ্রম করেই ব্যক্তি সফল হয় না। পরিশ্রমের পাশাপাশি ভাগ্যও জরুরি। ভাগ্য বিরুপ থাকলে কঠিন পরিশ্রম সত্ত্বেও কাজ পূর্ণ হয় না। জ্যোতিষ শাস্ত্রে বর্ণিত উপায়ের মাধ্যমে ব্যক্তি সাফল্য লাভ করতে পারে, এর ফলে মান-সম্মানও বৃদ্ধি পায়। কী এই উপায়, জানুন একনজরে —–
১. রাতে ঘুমানোর আগে মাথার কাছে এক গ্লাস জল ভরে রেখে দিন। পরের দিন সকালে সেই জল বাড়ির বাইরে ফেলে দিন। খারাপ স্বপ্ন আসা বন্ধ হবে এবং বাড়ি ও মন থেকে নেতিবাচক চিন্তাভাবনা দূর হবে।
২. সকালে স্নানের আগে জলে গুড়, মধু, হলুদ অথবা নুনের মধ্যে যে কোনও একটি মিশিয়ে দিন। এই জলে স্নান করলে আত্মবিশ্বাস বাড়বে।
৩. স্নানের পর তামার ঘটে জল ভরে তাতে সামান্য সিঁদূর মিশিয়ে সূর্যকে অর্ঘ্য দিন। এর প্রভাবে সমাজে মান-সম্মান বাড়বে।
৪. যশ-কীর্তি বৃদ্ধির জন্য রোজ দুর্গা সপ্তশতীর দ্বাদশ অধ্যায় পাঠ করুন। এর ফলে আর্থিক পরিস্থিতি মজবুত হবে।
৫. প্রতিদিন পাখিকে দানা খাওয়ান। ফলেও সম্মান বৃদ্ধি হবে।
৬. ঘুমানোর আগে মাথার কাছে তামার বাসনে জল ভরে তাতে সামান্য মধু মিশিয়ে, সোনা বা রুপোর কয়েন বা আংটি দিয়ে রেখে দিন। সকালে ঈশ্বরের স্মরণ করে, মুখ না-ধুয়েই সেই জল পান করুন। এই উপায় শীঘ্র যশ, কীর্তি বৃদ্ধি পাবে।
৭. জ্যোতিষ শাস্ত্র মতে, মান-সম্মান লাভ করার জন্য সন্তানের প্রথম দুধের দাঁতকে রুপোর যন্ত্রে মুড়িয়ে গলা বা ডান বাহুতে ধারণ করুন।
৮. রাতে মাথার কাছে তামার পাত্রে জল ভরে রাখুন। সকালে জল নিজের মাথা দিয়ে ৭ বার ঘুরিয়ে কোনও কাঁটা গাছে ঢেলে দিন। ৪০ দিন এমন করলে অবশ্যই লাভ হবে।
৯. জ্যেষ্ঠা নক্ষত্রে জাম গাছের শিকড় এনে নিজের কাছে রাখুন।
১০. নিজের বাড়ির দক্ষিণ দিকে অনেক গুলি ফুল গাছ লাগান। লা ফুলের গাছ হলে ভালো।
আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল