Bangla News Dunia, জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- দিনের নানা কাজে ব্যস্ততার পর রাতে ঘুমের বিশেষ প্রয়োজন রয়েছে মানুষের জীবনে। বেশির ভাগ সময়ে দেখা গেছে নানা দুশ্চিন্তার কারণে রাতে ঘুম ঠিক মতো হয় না বা আমাদের বাস্তুতেও নানান সমস্যার কারণে এ রকম হয়ে থাকে। তবে এই সমস্যা সহজ কিছু টোটকার মাধ্যমে সমাধান করা যেতে পারে।চলুন টোটকা গুলো দেখে নেওয়া যাক।
আরো পড়ুন :- ব্যাবসায় কি মন্দা ? উন্নতির জন্য এই খুব সহজ টোটকা গুলি পালন করুন
১. আপনার যদি খুব গাঢ় রং পছন্দ হয় তবুও বেডরুমের দেওয়ালে সব সময় হালকা রং ব্যবহার করবেন।
২. রাতে ঘুম ভাল হবার জন্য বিছানায় লাল ও গোলাপি রঙের চাদর ব্যবহার করতে হবে।
৩. যেমন বেডরুমের দেওয়ালে হালকা রং ব্যবহার করতে হয়, ঠিক তার উল্টোটা করতে হবে বিছানার চাদরের ক্ষেত্রে। বিছানার চাদর একটু গাঢ় রঙের পাততে হবে।
৪. রাতে গভীর ঘুম পেতে বেডরুমে সব সময় হালকা রঙের নাইট ল্যাম্প জ্বালাতে হবে।
৫. ঘরে যত শীঘ্র লাফিং বুদ্ধ মূর্তি স্থাপন করুন। এই মূর্তি যেমন ধন সম্পত্তির প্রতীক, তেমনই অন্য দিকে স্বাস্থ্যেরও প্রতীক। তাই বেডরুমে এই মূর্তি রাখলে মন হালকা থাকবে এবং রাতে ঘুম গভীর হতে সাহায্য করবে।
৬. বেডরুমে যদি টিভি ও কম্পিউটার থাকলে তবে তা যত তাড়াতাড়ি সম্ভব অন্য কোথাও রাখার ব্যবস্থা করতে হবে। কারণ টিভি ও কম্পিউটার প্রচুর পরিমাণে ইয়াং এনার্জিকে ক্যারি করে, যার ফলে রাতে ঘুমে ব্যাঘাত ঘটতে পারে।
আরো পড়ুন :- রাশি পরিবর্তন করছে শুক্র , কয়েকটি রাশির উপর তার খারাপ প্রভাব পড়বে
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – মহিষাদল, হলদিয়া, ডেবরা , খড়গপুর, মেদিনীপুর, কোলকাতা
ফোন – 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)