রান্নার গ্যাসে মিলছে ৩০০ টাকা ভর্তুকি, সকলের জন্য বিরাট সুখবর

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : ভারতের কোটি কোটি সাধারণ ও নিম্ন আয়ের পরিবার এবার পেল এক বিরাট সুখবর। এবার অনেক টাকা কমে গেল রান্নার গ্যাসের দাম। রান্নার গ্যাসের (LPG Cylinder) দাম বাড়তে বাড়তে যেখানে সাধারণ মানুষের হিমশিম খেতে হচ্ছিল, সেখানে কেন্দ্রীয় সরকার ঘোষণা করল বড় স্বস্তির বার্তা। এবার অনেক টাকা কমে পাওয়া যাবে রান্নার গ্যাস। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (PMUY)-র আওতায় এখন থেকে প্রতি সিলিন্ডারে পাওয়া যাবে ₹৩০০ টাকা ভর্তুকি। আর এই সুবিধা চলবে সরাসরি ২০২৫–২৬ অর্থবর্ষ পর্যন্ত। আপনি যদি বাড়িতে রান্নার গ্যাস ব্যবহার করে থাকেন তাহলে আপনিও এই সুবিধা পেয়ে যাবেন। এর ফলে প্রতিটি উজ্জ্বলা গ্রাহকের জন্য রান্নার গ্যাস অনেকটা সস্তা হয়ে যাবে এবং আর্থিক স্বস্তি মিলবে।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা কী?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৬ সালে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (PMUY) চালু করেছিলেন। এরপর থেকে এখনো পর্যন্ত এই যোজনার মাধ্যমে গরিব ও সাধারণ পরিবারের মহিলাদের গ্যাস সিলিন্ডার দেওয়া হচ্ছে। এর মূল লক্ষ্য ছিল—

  • গরিব পরিবারের মহিলাদের ধোঁয়া থেকে মুক্তি দেওয়া এবং পরিবেশ দূষণ রোধ করা
  • কাঠ, কয়লা বা গোবরের কেকের পরিবর্তে পরিষ্কার জ্বালানি (LPG) ব্যবহার নিশ্চিত করা এবং সকলের জন্য এই পরিষেবা চালু করা।
  • স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করা এবং দূষণ কমানো।

শুরুতে এই প্রকল্পে মহিলাদের নামে বিনামূল্যে গ্যাস সংযোগ দেওয়া হয়েছিল। আজ দেশের কোটি কোটি মহিলা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। আবারো নতুন করে ফ্রিতে গ্যাস সিলিন্ডার দেওয়ার পরিকল্পনা শুরু করেছে কেন্দ্রীয় সরকার। যাদের এখন পর্যন্ত গ্যাস সিলিন্ডার কানেকশন নেই তারাও এবার থেকে ফ্রিতে গ্যাস সিলিন্ডার পেয়ে যাবেন।

নতুন সিদ্ধান্ত: কত টাকা ভর্তুকি মিলবে?

সরকারি ঘোষণায় জানানো হয়েছে—

বিষয় বিস্তারিত
ভর্তুকির পরিমাণ প্রতি ১৪.২ কেজি LPG সিলিন্ডারে ₹৩০০
লাভগ্রাহী সংখ্যা প্রায় ১০.৩৩ কোটি উজ্জ্বলা গ্রাহক
সময়কাল ২০২৫–২৬ অর্থবর্ষ পর্যন্ত
বার্ষিক সীমা বছরে সর্বোচ্চ ৯টি রিফিলে ভর্তুকি
মোট সরকারি ব্যয় প্রায় ₹১২,০০০ কোটি টাকা
ভর্তুকি প্রদানের পদ্ধতি সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে (DBT) জমা

কারা এই সুবিধা পাবেন?

  • প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্রাহকরা
  • মহিলাদের নামে থাকা LPG সংযোগ
  • সক্রিয় গ্যাস কানেকশন বা গ্যাসের বই থাকা আবশ্যক

এই সুবিধা পেতে গেলে যে সমস্ত ডকুমেন্টস থাকতে হবে:

  • আবেদনকারী নিজস্ব আধার কার্ড
  • আবেদনকারী নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট (আধারের সঙ্গে লিঙ্ক থাকা চাই)
  • আবেদনকারী নিজস্ব মোবাইল নম্বর (ব্যাংকের সঙ্গে লিঙ্ক থাকা চাই)
  • KYC আপডেট অর্থাৎ মোবাইল নাম্বারের সঙ্গে ব্যাংক একাউন্টের লিংক এবং আধার কার্ডের লিংক থাকতে হবে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন