Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সম্প্রতি ল্যানসেটে প্রকাশিত একটি গবেষণাপত্রে এর চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ৷ ধূমপানের পাশাপাশি পরিবেশগত বায়ুদূষণের কারণেও ফুসফুসের ক্যানসারের ঝুকি বাড়ছে মহিলাদের ।
ধূমপানের পাশাপাশি বায়ুদূষণের কারণেও ফুসফুসের ক্যানসারের ঝুঁকি বাড়ছে । ‘ল্যানসেট’ জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্রে দেখা গিয়েছে, গোটা বিশ্বে বিভিন্ন ধরনের ক্যানসারে মৃত্যুর যে হার, তার মধ্যে সংখ্যার নিরিখে পঞ্চম স্থানে রয়েছেন ফুসফুসের ক্যনসারে আক্রান্ত অ-ধূমপায়ীরা ।
মহিলাদের মধ্যে এই ধরনের ফুসফুস ক্যানসারের প্রকোপ বেশি । আগে সামাজিক পরিবেশ বিচার করে দেখা যেত, ধূমপায়ীদের সংখ্যায় পুরুষ বেশি । তাই ফুসফুসের ক্যানসারে পুরুষেরাই বেশি আক্রান্ত হতেন । কিন্তু যত দিন যাচ্ছে, ধূমপায়ী হিসেবে মহিলাদেরও অংশ বাড়ছে । তাই এমনিতেই ফুসফুসের ক্যানসারে মহিলাদের সংখ্যা বেড়েছে । কিন্তু ভারতীয় মহিলাদের জন্য তাঁদের দৈনন্দিন জীবনের কাজও বড় ভূমিকা পালন করছে । আর সে বিষয়েই সতর্ক করলেন ক্যানসার চিকিৎসকরা ।
এখনকারদিনে ফুসফুসের ক্যানসার বেড়ে গিয়েছে ৷ ধূমপান না করেও ক্যানসারের আক্রান্ত হয়ে পড়ছেন মহিলারা ৷ রোজের রান্নাতেই বিপদ আনে ৷ আগুনের আঁচে রান্না করার ফলেই হয় নানান বড় রোগ ৷ সবচেয়ে উদ্বেগের বিষয়, এই বিষয়ে সচেতনতা তৈরি হচ্ছে না । ফলে অনেকদিন পর্যন্ত মহিলারা জানতেও পারছেন না, তাঁর ফুসফুসে ক্যানসার ছড়িয়ে পড়েছে ।
শুভেন্দু মাজি বলেন, “যেকোনও ধোঁয়া থেকেই যে ক্যানসার হয় বিশেষকরে ফুসফুসের ক্যানসার ৷ এই ধোঁয়ার মধ্যে বিভিন্ন টক্সিক কেমিক্যালের মিশ্রণ থাকে ৷ যেমন হাইড্রোকার্বন-সহ বিভিন্ন ধরনের ক্ষতিকর জিনিস যা ফুসফুসের ক্যানসারকে বাড়িয়ে দেয় ৷”
চিকিৎসক বলেন, “যাঁদের রান্নার অভ্যাস রয়েছে অথবা যাঁরা বেশি কাজই রান্না করা, তাঁদের শীঘ্র সতর্ক হওয়া উচিত । কেউ কেউ 30 মিনিট থেকে এক ঘণ্টারও বেশি সময় ধরে রান্নার আঁচ ও ধোঁয়ার সামনে থাকেন । এছাড়াও বন্ধ ঘরে ধূপকাঠি জ্বালানো, মশার ধূপ জ্বালানো, ইত্যাদির ফলে নিঃশ্বাসের মাধ্যমে পরিবেশগত ধোঁয়া ঢুকে যাচ্ছে । বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে জানা গিয়েছে, ফুসফুসের ক্যানসারের প্রথম কারণ হিসেবে পরিবেশগত ধোঁয়ার কারণে হতে পারে । যা সরাসরি ধূমপান থেকে নয়, পরিবেশ থেকে শরীরে সমস্যার তৈরি করে । এখন ধূমপানের প্রবণতা কমছে সচেতনতা বৃদ্ধির ফলে ।”
চিকিৎসকের পরামর্শ মেনে সতর্ক হওয়া উচিত:
রান্নার সময় কমানো উচিত ৷ সবসময় চেষ্টা করুন ধোঁয়া নির্গমের ব্যবস্থা রাখা প্রয়োজন ৷ বন্ধ ঘরে ধূপ জ্বালানো উচিত নয় ৷ মশার ধূপ বেশি ব্যবহার করা উচিত নয় ৷
(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে উল্লেখিত তথ্য শুধুমাত্র ধারণা আর সাধারণ জ্ঞানের জন্যই লেখা হয়েছে ৷ এখানে উল্লেখিত কোনও পরামর্শ অনুসরণের আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন ৷ যদি আগে থেকেই কোনও স্বাস্থ্য সমস্যা থেকে থাকে, তা আগেই চিকিৎসককে জানাতে হবে ৷)
আরও পড়ুন:- ৩ বছরে ১১১০% রিটার্ন, সোমবারও লগ্নিকারীদের নজরে রেলের এই স্টক
আরও পড়ুন:- কোষ্ঠকাঠিন্যে ভুগছেন ? মুক্তি পেতে সহজ কিছু উপায় জেনে নিন