Bangla News Dunia, বাপ্পাদিত্য:- হাজার হাজার চাকরি বাতিলের ইস্যু থেকে নজর ঘোরাতে রামনবমীতে তৃণমূল অশান্তি করতে পারে ৷ এমনই আশঙ্কা করছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল ৷ আগামিকাল, রবিবার রামনবমীতে অস্ত্র হাতে মিছিল হবে বলে নিশ্চিত করেছেন বিজেপি নেত্রী ৷ এদিকে রাজ্যের বিভিন্ন জায়গায় বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ৷
এই প্রসঙ্গে অগ্নিমিত্রা বলেন, “মুখ্যমন্ত্রী পুলিশ বাহিনী নামিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চাইছেন ৷ আমার সিক্সথ সেন্স বলছে, 26 হাজার চাকরি গিয়েছে ৷ মুখ্যমন্ত্রী এখন পাঁকে পড়েছেন ৷ আমরা মুখ্যমন্ত্রীর গ্রেফতারের দাবি তুলেছি ৷ তিনি যে ক্ষতি করেছেন, সেখান থেকে দৃষ্টি ঘোরানোর জন্য রামনবমীতে অশান্তি করাতে পারেন ৷ সেই চেষ্টা করবেন ৷ বরাবর তিনি এই চেষ্টা করেছেন ৷ তাঁর অতীতের রেকর্ড এটাই বলছে ৷”
এই পরিস্থিতিতে বিজেপি নেত্রীর বক্তব্য, “কোনও ঘটনা ঘটলে ব্যাকফুটে দৃষ্টি ঘোরানোর জন্য আরেকটা ঘটনা ঘটিয়ে দেন (মমতা) ৷ সবাইকে অনুরোধ করব তাঁর প্ররোচনায় পা দেবেন না ৷ তিনি ঝামেলা করাতে চাইছেন ৷ আমরা ঝামেলা করব না ৷ আজ এই যে ফোর্স নামানো হয়েছে, এগুলো লোক দেখানো ৷”
আরও পড়ুন:- AC লাগবে না! মাত্র 500 টাকাতেই ঘর ঠান্ডা হবে। সিক্রেট জেনে নিন
বিজেপির নেতা দীপাঞ্জন গুহর বাড়ির অন্নপূর্ণা পুজোয় হাজিন হন দলের বিধায়ক অগ্নিমিত্রা পল ৷ সেখানে রাম নবমীতে বিজেপির অস্ত্র হাতে মিছিল প্রসঙ্গে তিনি বলেন, “রামনবমীর মিছিল তো যুগ যুগ ধরে চলে আসছে ৷ আমাদের প্রত্যেক হিন্দু দেব-দেবীর হাতে অস্ত্র রয়েছে ৷ অস্ত্র নিয়েই মিছিল হবে ৷” তাঁর প্রশ্ন, “অস্ত্র নিয়ে মিছিল কেন হবে না ? একই রাজ্যে একই দেশে দু’ধরনের নিয়ম কেন হবে ?”
জাল ওষুধ নিয়েও মন্তব্য করেন বিজেপি নেত্রী ৷ অগ্নিমিত্রার কথায়, “মুখ্যমন্ত্রীই তো স্বাস্থ্যমন্ত্রী ৷ মেদিনীপুর মেডিক্যাল কলেজে জাল ওষুধ, জাল স্যালাইন দেওয়া হচ্ছে, এটা তিনি জানেন না ? প্রাক্তন শিক্ষামন্ত্রী চুরি করছেন, এটা তিনি জানেন না ৷ তিনি কিছুই জানেন না ? 14 বছর ধরে মানুষকে বোকা বানিয়ে মুখ্যমন্ত্রীর চেয়ার দখল করে কেন বসে আছেন ৷ যে জাল ওষুধ বানানো হচ্ছে তার ভাগ কালীঘাট ও কলকাতায় আর কোথায় কোথায় পৌঁছচ্ছে তা তিনি সব জানেন ৷ এর প্রতিটা জবাব বাংলার মানুষ 2026 সালের বিধানসভা ভোটে দেবে ৷”
চাকরি বাতিলের পর মন্ত্রী ববি হাকিম থেকে শুরু করে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়- সবাই পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করছেন ৷ এই বিষয়ে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক বলেন, “পার্থ চট্টোপাধ্যায় একাই কোটি কোটি টাকার শিক্ষা দুর্নীতি করেছেন, এটা হতে পারে না ৷ এটা যৌথ সিদ্ধান্ত ৷ ক্যাবিনেট থেকে পাশ হয়েছে ৷ পুরো ক্যাবিনেটের জেল হওয়া উচিত ৷ শিক্ষা দুর্নীতির এজেন্টরা পুলিশের গাড়িতে টাকা পাঠাত ৷ পুলিশ মন্ত্রী কিছু জানেন না, সেটা মানা যায় না ৷”
আরও পড়ুন:- আপনার কি চোখের সমস্যা আছে? কি কি লক্ষণ থাকলে সতর্ক হবেন? জানুন