Bangla News Dunia, Pallab : রামনবমীর (Ram Navami 2025) দিন বাঁকুড়ায় শালতোড়ায় মিছিল করতে চায় বিশ্ব হিন্দু পরিষদ (Vishva Hindu Parishad)। কিন্তু সেই মিছিলে সায় নেই পুলিশের। পুলিশের অনুমতি না পেয়ে অগত্যা কলকাতা হাইকোর্টের দরবারে বিশ্ব হিন্দু পরিষদ। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। মামলার শুনানি আগামীকাল।
আরও পড়ুন : এবার পশ্চিমবঙ্গে কেমন গরম সহ্য করতে হবে ? পূর্বাভাস দিলো আবহাওয়া দপ্তর
আগামী ৬ এপ্রিল রামনবমী। ওইদিন বাঁকুড়ার শালতোড়ায় শোভাযাত্রা বা মিছিল করতে চায় বিশ্ব হিন্দু পরিষদ। মিছিল করার জন্য ইতিমধ্যেই পুলিশের কাছে অনুমতি চেয়েছিলেন। কিন্তু পুলিশের পক্ষ থেকে সবুজ সংকেত তারা পাননি। তাই মিছিলের অনুমতি আদায়ের জন্য বুধবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। আগামীকাল মামলার শুনানি হবে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে।
প্রসঙ্গত উল্লেখ্য, রামনবমীর দিন গোটা রাজ্যে মিছিল করার কথা বলেছে বিজেপি (BJP)। ওই নির্দিষ্ট দিনে আইনশৃঙ্খলার যাতে অবনতি না হয়, তার জন্য বুধবার থেকে আগামী ৯ এপ্রিল পর্যন্ত সমস্ত পুলিশকর্মীর ছুটি বাতিল করা হয়েছে। এরই পাশাপাশি, কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানিয়েছেন, যদি কেউ অস্ত্র নিয়ে মিছিল করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ (Police) প্রশাসন।