রামনবমীর শোভাযাত্রায় তৃণমূলের শওকত মোল্লা, হঠাৎ রাম নাম?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ক্যানিং পূর্বের বিধায়ক এবং ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লা সম্প্রতি বোদরা অঞ্চলে রামনবমী উদযাপন করে রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছেন। তৃণমূল কংগ্রেসের এই মুসলিম নেতা কয়েক হাজার কর্মীকে সঙ্গে নিয়ে রামনবমীর মিছিল করেন এবং উৎসব পালন করেন।​

শওকত মোল্লার পাশাপাশি রামনবমীতে উপস্থিত ছিলেন ভাঙর এক নম্বর ব্লক তৃণমূলের সভাপতি শাহজাহান মোল্লা-সহ বোদরা অঞ্চলের অঞ্চল সভাপতি সাদেকুল দপ্তরী। এলাকার কয়েক হাজার দলীয় কর্মীদের নিয়ে রাম নবমীর মিছিল করেন শওকত মোল্লা। মিছিল শেষে ঘটা করে রামনবমী পালন করেন ক্যানিং পূর্বের বিধায়ক।

আরও পড়ুন:- ডকুমেন্ট আপনার, সিমকার্ড তুলেছে অন্য কেউ। কী ভাবে বুঝবেন? জেনে নিন

বিজেপি নেতা দিলীপ ঘোষ শওকত মোল্লার এই পদক্ষেপকে চ্যালেঞ্জ করে বলেন, শওকত মোল্লার যদি সাহস থাকে তবে তিনি ২০২১ সালের পর ঘরছাড়া হওয়া হিন্দুদের ফিরিয়ে এনে রামনবমীর মিছিল করুন। স্থানীয় বিজেপি নেতা সুনীপ দাসও কটাক্ষ করে বলেন, শওকত মোল্লা জানেন যে বাঙালি হিন্দুরা তৃণমূলকে ভোট দেবেন না, তাই তিনি এই প্রচেষ্টা করছেন।

​শওকত মোল্লার বিরুদ্ধে ভাঙড়ে পোস্টারও দেখা গেছে, যেখানে তাকে ‘খুনি-সন্ত্রাসবাদী’ বলে উল্লেখ করা হয়েছে এবং তার বিরুদ্ধে কয়লা কাণ্ডে জড়িত থাকার অভিযোগ তোলা হয়েছে। তবে শওকত মোল্লা এই পোস্টারগুলিকে গুরুত্ব না দিয়ে বলেন, যারা পোস্টার মারছেন, তারা আমাদের আশীর্বাদ করছেন।​

আরও পড়ুন:- টার্গেট পূরণে ব্যর্থ হওয়ায় কর্মচারীকে কুকুরের মতো হাঁটানো হল, কোথায় ঘটলো এমন ঘটনা ?

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন