রামনবমী ঘিরে কড়া নিরাপত্তা, কোথায় কেমন নজরদারি ব্যবস্থা ? দেখুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- রামনবমীর আগে রাজ্যজুড়ে যেন উত্তেজনার পারদ চড়ছে। নিরাপত্তার প্রশ্নে কোনও রকম ঝুঁকি নিতে নারাজ প্রশাসন। বিশেষ করে কলকাতায় যেভাবে মিছিলের সংখ্যা বেড়েছে, তাতে পুলিশ প্রশাসনও কোমর বেঁধে নেমে পড়েছে। শুধু কলকাতাতেই ৬০টিরও বেশি রামনবমীর মিছিল বেরনোর অনুমতি দেওয়া হয়েছে। তাই শহরের অলিগলি থেকে রাজপথ—সব জায়গাতেই কড়া নজরদারি চলছে।

কলকাতা পুলিশ ইতিমধ্যেই ৩,৫০০-র বেশি পুলিশ কর্মী মোতায়েন করেছে। সঙ্গে রয়েছেন ডেপুটি কমিশনার ও জয়েন্ট কমিশনার পর্যায়ের অফিসারেরা, যারা গোটা পরিস্থিতির উপর সরাসরি নজর রাখবেন। সবচেয়ে চমকপ্রদ বিষয়—প্রতিটি মিছিলের উপর নজরদারি চালানো হবে ড্রোন ক্যামেরা ও সিসিটিভির মাধ্যমে। এক কথায়, আকাশ থেকে শুরু করে রাস্তায়, কোনও কিছুই পুলিশের নজর এড়িয়ে যাবে না।

সেনসিটিভ জায়গায় QRT প্রস্তুত
কাসিপুর, খিদিরপুর, চিতপুর, এন্টালি—এই সমস্ত স্পর্শকাতর জায়গায় মোতায়েন করা হয়েছে কুইক রেসপন্স টিম (QRT)। কিছু হলেই যাতে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া যায়, সেই জন্যই এই বিশেষ বাহিনী প্রস্তুত রাখা হয়েছে।

লালবাজার থেকে সরাসরি লাইভ মনিটরিং করা হবে সমস্ত বড় মিছিলের। ২০ জনেরও বেশি আইপিএস অফিসারকে আলাদা-আলাদা দায়িত্ব দিয়ে নিয়োগ করা হয়েছে বিভিন্ন ডিভিশনে। এই বাড়তি নজরদারি চলবে ৭ এপ্রিল পর্যন্ত।

আরও পড়ুন:- AC লাগবে না! মাত্র 500 টাকাতেই ঘর ঠান্ডা হবে। সিক্রেট জেনে নিন

শুধু কলকাতা নয়, নজর গোটা বাংলায়
কলকাতার বাইরেও হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, আসানসোল, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মালদহ, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি এবং শিলিগুড়ির মতো জেলাগুলিতেও চলছে কড়া নজরদারি। জেলার পুলিশ সুপার ও অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা নিজেরা মাঠে নেমে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

রাজনীতি গরম, আবেগও তুঙ্গে
এবার রামনবমী নিয়ে শুধু ধর্মীয় আবেগই নয়, রাজনীতিও তুঙ্গে। ২০২৬-র বিধানসভা ভোটকে সামনে রেখে এবার বিজেপি, অন্যান্য হিন্দুত্ববাদী সংগঠন ছাড়াও শাসক দল তৃণমূল কংগ্রেসও রামনবমীর র‍্যালি করছে।
গত বছর রামনবমীর সময় হাওড়ার শিবপুরে যেভাবে হিংসা ছড়িয়ে পড়েছিল, তা এখনও লোকের স্মৃতিতে টাটকা। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার পুলিশ আগে থেকেই রেডি।

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, এবার রাস্তায় নামবে ১.৫ কোটিরও বেশি হিন্দু জনতা, আর গোটা রাজ্যে হবে প্রায় ২,০০০ র‍্যালি। কী হয় বলা মুশকিল, তবে পুলিশ-প্রশাসন যে এবার প্রস্তুত, সেটা বুঝিয়ে দিয়েছে আগেভাগেই।

আরও পড়ুন:- আপনার কি চোখের সমস্যা আছে? কি কি লক্ষণ থাকলে সতর্ক হবেন? জানুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন