Bangla News Dunia, বাপ্পাদিত্য:- রামনবমীকে সামনে রেখে রাজ্যে অশান্তি ছড়ানোর চেষ্টা চলছে— স্পষ্ট ভাষায় অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক করে বিজেপির ‘গেমপ্ল্যান’ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি ৷ তৃণমূল সুপ্রিমো বলেন, “দয়া করে বাংলাকে অশান্ত করার চেষ্টা করবেন না ৷ বাংলার মানুষ সহ্য করবে না ৷”
ঈদের মতো শান্তিপূর্ণভাবে রামনবমী, বাসন্তী পুজো এবং নববর্ষ পালনের আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ তাঁর কথায়, “ধর্ম মানেই কর্ম ৷ ধর্ম মানে মানবিকতা ৷ দানবিক হবেন না ৷ আমি চাই, সব ধর্মীয় উৎসব প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে, নিয়ম মেনে সম্পন্ন হোক ৷”
বিজেপির বিরুদ্ধে মমতার অভিযোগ, রামনবমীকে কেন্দ্র করে রাজ্যে ধর্মীয় উত্তেজনা ছড়ানোর চেষ্টা হচ্ছে ৷ গেরুয়া শিবিরকে কটাক্ষ করে তিনি বলেন, “মানুষের মধ্যে বিভাজন ঘটিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে বিজেপি ৷ গেরুয়া আর রক্তিমকে এক করে তুলছে ৷ ওরা ধর্মের নামে এক নতুন চালু সংস্কৃতি আমদানি করেছে, যেটা রামকৃষ্ণের নয়, স্বামী বিবেকানন্দের নয়, তপোবনের নয়, বেদ-উপনিষদের নয় ৷ এটা বাংলার সংস্কৃতি নয় ৷”
আরও পড়ুন:- বিরাট সুখবর! রাজ্যে ৮২৫৬ শূন্যপদে কর্মী নিয়োগের ঘোষণা। আবেদন চলছে অনলাইনে
সাম্প্রতিক লন্ডন সফরের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, “আমাকে বিদেশে প্রশ্ন করা হয়, আমি হিন্দু কি না ? এই প্রশ্ন তোলার সাহস হয় কীভাবে ? আমি বিজেপিকে কোনও জবাব দিতে বাধ্য নই ৷ ধর্ম আমার ব্যক্তিগত বিশ্বাস, তার ব্যবহার করে কেউ যদি রাজনীতি করতে চায়, তার জবাব বাংলার মানুষই দেবে ৷”
রাজ্যজুড়ে গেরুয়া শিবিরের ‘ধর্মীয় মিছিল’ এবং বিপুল ব্যয়ে পোস্টার-ব্যানার দিয়ে প্রচারে ছয়লাপে ক্ষোভপ্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো ৷ মমতা বলেন, “এটা সুপরিকল্পিত চক্রান্ত ৷ লক্ষ লক্ষ টাকা খরচ করে ধর্মের নামে রাজ্যে অশান্তির বাতাবরণ তৈরি করা হচ্ছে ৷ বাংলার মাটি তা বরদাস্ত করবে না ৷”
বিজেপিকে সরাসরি কটাক্ষ করে তাঁর বার্তা, “জুমলা পার্টিকে বলি— ধর্ম পালন করুন, অন্নপূর্ণা পুজো করুন, বাসন্তী পুজো করুন ৷ কিন্তু দয়া করে বাংলার সংস্কৃতিকে কলঙ্কিত করবেন না ৷ বাংলার মানুষ ধর্ম পালন করে, ধর্ম নিয়ে ব্যবসা করে না ৷” সাংবাদিক বৈঠকের শেষে মুখ্যমন্ত্রীর সংক্ষিপ্ত কড়া বার্তা— “বাংলা শান্তি চায়, সম্প্রীতি চায় ৷ ধর্ম থাকুক হৃদয়ে, রাজনীতি নয় ৷”
আরও পড়ুন:- চোখের পলকেই পেট্রোল পাম্পে এভাবেই বোকা বানানো হয়, কিভাবে কারচুপি ধরবেন? জানুন