Bangla News Dunia, Pallab : হুমকির মুখে অযোধ্যার রামমন্দির (Ayodhya Ram Mandir)। হামলার হুমকি মেল (Threat mail) পাঠানো হয়েছে শ্রীরামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের মেল আইডিতে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্তে নেমেছে উত্তরপ্রদেশের অযোধ্যার পুলিশ।
আরও পড়ুন : স্কুলের মিড-ডে মিলের বরাদ্দ বৃদ্ধি কেন্দ্রের, মাথাপিছু কত বাড়ছে ? দেখে নিন
অযোধ্যার এক ঊধ্বর্তন পুলিশ আধিকারিক জানান, সোমবার ভোরে হুমকি বার্তাটি আসে। এবিষয়ে বিস্তারিত কোনও তথ্য জানায়নি পুলিশ। তবে জানানো হয়েছে যে, তামিলনাডুর কোনও ব্যক্তি ইংরেজি ভাষায় লেখা মেলটি পাঠিয়েছেন। হুমকিটি পাওয়ার পরই রামমন্দিরের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। তবে রামমন্দির কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে হুমকির বিষয়ে কোনও বিবৃতি দেয়নি।
প্রসঙ্গত, অযোধ্যায় রামমন্দিরের নিরাপত্তার জন্য ইতিমধ্যেই বিশেষ বাহিনী গড়েছে উত্তরপ্রদেশ পুলিশ। কেন্দ্রীয় বাহিনী ‘ন্যাশনাল সিকিউরিটি গার্ড’ (এনএসজি)-এর তত্ত্বাবধানে সেই বাহিনীকে বিশেষ প্রশিক্ষণও দেওয়া হয়েছে।
আরও পড়ুন : এই ৫ সস্তার খাবার ভিটামিন সি-এর ভাণ্ডার, শরীরকে রোগমুক্ত রাখে