রাম নবমীর আগে দক্ষিণ আফ্রিকায় 60 হাজার হনুমান চালিসা বিতরণ

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- দক্ষিণ আফ্রিকার একটি হিন্দু সংগঠন সারা দেশে আটটি মন্দিরে হনুমান চালিসার 60 হাজার পকেট আকারের কপি বিতরণ করেছে। গৌতেং প্রদেশের বিভিন্ন ক্লাবের বাইকারদের নেতৃত্বে সংগঠন ‘এসএ হিন্দুস’ সদস্যরা রবিবার হনুমান চালিসা বিতরণ অভিযান চালায় ৷ তারা প্রায় দুই টন খাদ্য সামগ্রী সংগ্রহ করা হয়েছে গরিবদের মধ্যে বিতরণ করার জন্য।

‘এসএ হিন্দু’র প্রতিষ্ঠাতা পণ্ডিতা লুসি সিগাবান বলেন, “মন্দিরে এত ভক্তকে দেখে আমরা ধন্য হয়েছি ৷ প্রতিবেশী প্রদেশের অনেকেই, বিশেষ করে কোয়াজুলু-নাটাল (কেজেডএন) এই উদ্যোগকে উৎসাহের সঙ্গে সমর্থন করছে ৷” তিনি আরও বলেন, “সুবিধাভোগীদের জীবনকে আরও উন্নত করতে সাহায্য করার জন্য আমাদের সেই সমস্ত মন্দিরের সমস্ত নেতৃত্ব এবং ভক্তদের ধন্যবাদ জানাতে হবে ৷ সেগুলি গৌতেং এবং কেজেডএন প্রদেশের সমস্ত সম্প্রদায়ের মধ্যে আগামী মাসে বিতরণ করা হবে ৷”

আরও পড়ুন:- এপ্রিল ফুল! কেন ১ এপ্রিল মানুষকে বোকা বানানো হয় ? জেনে নিন দারুন ইন্টারেষ্টিং কাহিনী

শেরেনো প্রিন্টার্স এবং ইলেক্ট্রো অনলাইন মিডিয়ার সঙ্গে অংশীদারিত্বে ‘SA হিন্দুস’ সর্বপ্রথম 24 অগস্ট 2024-এ উৎসব চলাকালীন এক মিলিয়ন হনুমান চালিসার উদ্যোগ চালু করেছিল। তারা 2029 সালের মধ্যে এক মিলিয়ন হনুমান চালিসা পুস্তিকা বিতরণ করার পরিকল্পনা করেছে। শেরেনো প্রিন্টার্সের মালিক নিরান সিং বলেছেন, “আমরা একটি প্রকল্পে অংশীদার হতে আহ্বান করছি, যা আধ্যাত্মিক শিক্ষা এবং প্রচারের প্রতি SA হিন্দুদের উৎসর্গকে আরও এগিয়ে নিয়ে যায়।”

একটি উদ্যোগে কাজ করা হৃদয়গ্রাহী ছিল যা সম্প্রদায়কে এভাবে একত্রিত করেছে। গৌতেং-এর বাইকিং সম্প্রদায় সত্যিই সংখ্যায় বেরিয়ে আসা এবং যোগদানের জন্য আমাদের আহ্বানে সমাবেশ করেছে বলে জানিয়েছেন থ্রটল কালেকটিভের দক্ষিণ আফ্রিকার বাইকিং সম্প্রদায়ের সহ-প্রতিষ্ঠাতা মৃণাল ভগবান ৷

আরও পড়ুন:- শিশুদের জন্য নতুন স্কিম আনল মোদী সরকার। জেনে নিন সুবিধা, যোগ্যতা ও আবেদন পদ্ধতি

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন