Bangla News Dunia, বাপ্পাদিত্য:- রাম নবমীর দিন ইডেনে ম্যাচ হচ্ছে না। আইপিএল কমিটির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল ৬ নয়,৮ এপ্রিল ইডেনে হবে কেকেআর বনাম লখনউ সুপার জায়েন্ট ম্যাচ। এই ম্যাচ ঘিরে বেশ কিছুদিন ধরেই অনিশ্চয়তা দেখা গিয়েছিল। সেই আশঙ্কাই সত্যি হল। তবে দর্শকদের জন্য সুখবর হল দিন বদলালেও ইডেনেই হবে ম্যাচ।
৮ এপ্রিল ইডেনে মুখোমুখি হবেন রাহানে ও পান্তরা। বিকেল সাড়ে ৩টে-তেই শুরু ম্যাচ। তবে ইডেন থেকে যে গুয়াহাটিতে ম্যাচ সরছে না, এ খবরেই খুশি নাইট ভক্তরা। রামনবমীর দিন গোটা দেশেই নানা মিছিল বের হয়। রাজ্যের বিভিন্ন জায়গায় রামনবমীর দিন অশান্তির খবর পাওয়া গিয়েছে। সেই কারণেই সতর্ক পুলিশ প্রশাসন। জানা গিয়েছে, ইতিমধ্যেই পুলিশ-প্রশাসনের সর্বোচ্চ আধিকারিকের সঙ্গে এ নিয়ে আলোচনা করেছেন মহারাজ। পর্যাপ্ত নিরাপত্তা সুনিশ্চিত করে যাতে ইডেনেই কেকেআর-লখনউ ম্যাচ আয়োজন করা যায়, সে নিয়ে কথাবার্তা বলেন সৌরভ।
আরও পড়ুন:- ব্যাংকক-মায়ানমারে ভূমিকম্প কত তীব্র? দেখুন রীতিমতো ভয় ধরানো VIDEO
লখনউ-এর সঙ্গে কলকাতার ম্যাচ মানে আলাদা আবেগ। কলকাতার ব্যবসায়ী সঞ্জীব গোয়েঙ্কা এই দল কেনার পর থেকেই কলকাতার ম্যাচ নিয়ে নানা পরিকল্পনা করে থাকেন। সবুজ-মেরুন জার্সি যার মধ্যে অন্যতম। মোহনবাগানের আবেগ জড়িয়ে শহরের ক্রিকেটপ্রেমীদের মন জয় করার কৌশল বলে ইতিমধ্যেই যা নিয়ে তোপ দেগেছেন কেকেআর সমর্থকদের একাংশ।
সুতরাং এই ম্যাচ নিয়ে আলাদা আবেগ থাকবে সেটাই স্বাভাবিক। এদিকে সিএবির পক্ষ থেকে বোর্ডকে এই ম্যাচের তারিখ বদলের আবেদন করা হলেও কাজ হয়নি। সেই কারণে এই ম্যাচ গুয়াহাটিতে চলে যাওয়ার আশঙ্কা দেখা যায়। যদিও এই ম্যাচ শেষ পর্যন্ত কোথায় হবে তা এখনও সরকারিভাবে জানানো হয়নি। ফলে সুযোগ রয়েছে। আর অতীতেও ক্রিকেটের নানা সমস্যার সমাধান করেছেন ‘দাদা’। এবার তাঁর হস্তক্ষেপে আইপিএলের হাইভোল্টেজ ম্যাচটি কলকাতা ধরে রাখতে পারে কি না, সেটাই এখন লাখ টাকার সওয়াল।
সৌরভও এ ব্যাপারে মুখ খোলেননি। ফলে কথাবার্তা বলে কোনও সমাধান পাওয়া গিয়েছে কিনা সেটাও জানা যায়নি। তবুও ক্রিকেট প্রেমীরা আশাবাদী এই ম্যাচকে ঘিরে।
আরও পড়ুন:- রাস্তায় ইদের নামাজ পড়লে বাতিল হবে পাসপোর্ট-ড্রাইভিং লাইসেন্স, বিস্তারিত জেনে নিন
আরও পড়ুন:- প্রতিমাসে 5000 টাকা দেওয়ার গ্যারেন্টি দিচ্ছে মোদি সরকার। জানুন কিভাবে আবেদন করবেন?