Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পুরো নাম, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন প্যাকেজ। সংক্ষেপে এপিকে। সম্প্রতি সাইবার বিশেষজ্ঞদের নজরে এসেছে, নানা ভাবে এই APK-ফাইল ডাউনলোড করার প্রস্তাব পাঠাচ্ছে প্রতারকরা। একবার আপনার স্মার্টফোন বা ল্যাপটপে এই ধরনের ফাইল ডাউনলোড করলেই প্রতারকদের কেল্লা ফতে! তা হলে আপনার স্মার্ট ডিভাইসটি চলে যাবে সাইবার প্রতারকদের দখলে।
তখন আপনাকে ব্ল্যাকমেল করা হোক অথবা সরাসরি আপনার অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়া—যা কিছুই করতে পারে এই প্রতারকরা। এই প্রতারণার কাজে এ বার ব্যবহার করা হচ্ছে সাধারণ মানুষের নিজের রাশিফল দেখার নেশাকেও।
আগে কোনও ব্যাঙ্ক বা বিমা বা অন্য কোনও সার্ভিস প্রোভাইডার সংস্থার নাম করে এসএমএস বা হোয়াটসঅ্যাপ মেসেজ আসত। তাতে থাকত ম্যালিশিয়াস লিঙ্ক। এ বার সেই ছকটা কিছুটা পাল্টেছে প্রতারকরা। ‘আপনার আজকের দিন কেমন যাবে’ এই শিরোনামে নতুন করে রাশিফলের চার্ট তৈরি করে নিচ্ছে অপরাধীরা। নিজের জন্ম তারিখ অনুযায়ী সেদিনের রাশি দেখে নেওয়ার জন্য পাঠানো হচ্ছে APK-ফাইল। পরামর্শ দেওয়া হচ্ছে, সাইবার প্রতারণার হাত থেকে বাঁচার জন্য ফাইলটি আপনার স্মার্ট গ্যাজেটে একবার রান করিয়ে নিতে।
আরও পড়ুন:- শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে পায়ে এই লক্ষণগুলি দেখা যায়, জেনে নিন
সাইবার বিশেষজ্ঞরা বলছেন, এই APK-ফাইলের সাইজ অত্যন্ত কম, সামান্য কিছু কিলোবাইট বা মেগাবাইটের হয়। ফলে আপনি একবার ওই ফাইলে ক্লিক করলে খুব দ্রুত তা ইনস্টল হয়ে যাবে আপনার গ্যাজেটে এবং রান করাতেও অসুবিধা হবে না। যিনি ওই ফাইলটি পাচ্ছেন তিনি ভাবেন, দিনের শুরুতেই যদি রাশির বিষয়ে সবকিছু জেনে নেওয়া যায় তাহলে সেই অনুযায়ী নিজের কাজ গুছিয়ে নিতে পারবেন।
বিপত্তি হয় এর পরেই। বেশি ভাগ সময়ে দেখা যায়, এই রাশিফল জানার APK-ফাইলটি রান করানোর পরেই আপনার গ্যাজেটটি হঠাৎ ‘ব্ল্যাঙ্ক’ বা ‘ব্ল্যাক’ হয়ে গেল। হয়তো আপনি কোনও ভাবেই আপনার গ্যাজেটটি ব্যবহারই করতে পারছেন না, সেটিকে ‘শাট ডাউন’ও করতে পারছেন না।
অথচ সেই সুযোগে আপনার স্মার্টফোন বা ল্যাপটপের যাবতীয় ডেটা চুরি করে নিতে পারে প্রতারকরা। আবার এমনও হতে পারে, ওই ফাইলটি ডাউনলোড ও রান করানোর পরেও আপনার গ্যাজেটের কোনও পরিবর্তন হলো না। ফলে আপনি হয়তো ওই গ্যাজেট থেকেই ব্যাঙ্ক ট্রানজ়্যাকশন বা সোশ্যাল মিডিয়া সার্ফিং সবই করছেন। আর প্রতিটি স্টেপে আপনার ডেটা চুরি করে নিচ্ছে প্রতারকরা।
আবার এমনও হতে পারে ওই APK-ফাইলটি ডাউনলোড করার সময়ে আপনি অজান্তেই মোবাইলের ক্যামেরা, মেসেজ, কনট্যাক্ট, জিপিএস—সবকিছু ব্যবহারের অনুমতি দিয়ে দিলেন। এর ফলে প্রতারকরা আপনার ডিভাসটি হ্যাক করে আপনার মুভমেন্টের উপর নজরদারি চালাতে পারে। সরাসরি আপনার অনলাইন ওয়ালেট বা ব্যাঙ্ক অ্যাকাউন্টেও থাবা বসাতে পারে।
এ থেকে সতর্ক থাকার জন্য সাইবার বিশেষজ্ঞদের পরামর্শ—অতি অবশ্যই আপনার স্মার্ট গ্যাজেট বা ডিভাইসটিতে লাইসেন্সড অ্যান্টি-ভাইরাস ও অ্যান্টি-ম্যালওয়্যার রাখতে হবে। সেক্ষেত্রে যে কোনও APK-ফাইল ডাউনলোড করার আগে আপনার ডিভাইসে ওয়ার্নিং মেসেজ চালু করিয়ে রাখবেন। এ ধরনের মেসেজ পেলে সতর্ক হতে হবে, ওই নিজের রাশির উপর যত বিশ্বাসই থাকুক না কেন তা দেখার জন্য ফাইলটি কোনও ভাবেই ডাউনলোড না-করা ভালো।
আরও পড়ুন:- কাউন্টার থেকে কেনা ট্রেনের টিকিট অনলাইনেই বাতিল করা যাবে ! জানুন পদ্ধতি
আরও পড়ুন:- ভারতের কোথায় মুসলিম ধর্ম ছাড়ার হিড়িক? কোথায় ইসলামে আস্থা? হাল জানুন