Bangla News Dunia, Pallab : ইউক্রেন (Ukraine)-রাশিয়া যুদ্ধে রাশিয়াকে (Russia) সাহায্য করছে ভারত (INDIA)। তাদের প্রতিবেশী এক দেশও এই কাজের সঙ্গে যুক্ত। এমন বিস্ফোরক মন্তব্য করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) ঘনিষ্ঠ স্টিফেন মিলার (Stephen Miller) নামে এক আমেরিকান ব্যক্তি। বর্তমানে তিনি হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফ পদে রয়েছেন। স্টিফেনের দাবি, রাশিয়াকে সাহায্য করার বিষয়ে ভারত চিনের সঙ্গে হাত মিলিয়েছে।
আরও পড়ুন : গ্যাস , অম্বলের সেরা কিছু হোমিওপ্যাথি ঔষধ !
রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্য নিয়ে ট্রাম্প একাধিক বার অসন্তোষ প্রকাশ করেছেন। এমনকি, রাশিয়া থেকে অস্ত্র ও খনিজ তেল কেনা চালিয়ে গেলে আগামী দিনে ভারতকে জরিমানা দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
এদিকে ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে আমেরিকা। যা পাকিস্তান, বাংলাদেশ বা শ্রীলঙ্কার চেয়ে বেশি। ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, মস্কোর সঙ্গে নয়াদিল্লির তেল এবং অস্ত্রের বাণিজ্য তিনি ভাল চোখে দেখছেন না। রাশিয়া ও ভারতের অর্থনীতিকে মৃত বলেও কটাক্ষ করেছেন তিনি।
রবিবার স্টিফেন আমেরিকার এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেন, ‘ভারত রাশিয়া থেকে তেল কিনছে। এর মাধ্যমে ওরা যুদ্ধে প্রয়োজনীয় অর্থের জোগান দিচ্ছে। রাশিয়া থেকে তেল কেনার ক্ষেত্রে ভারত ও চিন জোট হয়েছে।’
২০২২ সালে রাশিয়া ইউক্রেন আক্রমণ করেছিল। এরপর আমেরিকা সহ গোটা পশ্চিমি দুনিয়া রাশিয়ার ওপর একাধিক বিধিনিষেধ আরোপ করেছিল। ফলে রাশিয়ার অর্থনীতি বড়়সড় ধাক্কা খায়। ওই সময় রাশিয়া বাজারদরের চেয়ে অনেক বেশি ছাড়ে তেল বিক্রি শুরু করে। তখন ভারত হয়ে ওঠে রাশিয়ার তেলের অন্যতম ক্রেতা। এদিকে সস্তায় রাশিয়া থেকে তেল কেনার ফলে ভারতের অর্থনৈতিক ভারসাম্য রয়েছে।
ভারত সরকারের তরফে পরিষ্কার জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারদর বিবেচনা করে তেল আমদানি করা হবে। দেশের স্বার্থ সবার আগে দেখা হবে।
আরও পড়ুন : Google Pay, PhonePe ব্যবহার করেন ? আজ থেকে এই নতুন নিয়ম গুলি না জানলে সমস্যায় পড়বেন !
আরও পড়ুন : কেটেছে ওবিসি জট, আগামী সপ্তাহে রাজ্য জয়েন্টের ফল ঘোষণা