Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : আগামী ৩০ আগস্ট কৃষ্ণ জন্মাষ্টমী। ওই শুভ দিনে ভক্তিভরে পূজা করলে জীবনে মঙ্গল হয়। কিন্তু বিভিন্ন রাশির ক্ষেত্রে একটু বিশেষ নিয়ম মেনে চলা খুবই জরুরি। দেখুন একনজরে রাশি অনুযায়ী কি ভাবে পূজা করবেন —–
১. মেষ রাশির জাতক জাতিকারা জন্মাষ্টমীতে শ্রী কৃষ্ণকে জল দিয়ে অভিষেক করা মঙ্গলজনক।আপনি দুধ থেকে তৈরি মিষ্টি, নারকেল লাড্ডু , মাখন-মিশ্রি পুজোয় রাখুন।তালের বড়া দিলে ভালো হয়।তুলসীর মালা দিয়ে “ওঁ নমো ভাগবতে বাসুদেবায় নম:” মন্ত্রটি উচ্চরণ করুন।
২. বৃষ রাশির জাতক জাতিকারা হন তবে বিশেষ করে ভগবান শ্রী কৃষ্ণের অভিষেক পঞ্চমৃতের সঙ্গে করা উচিত। শ্রীরাধা কৃষ্ণ শরণাম মম” মন্ত্রটি ১১ বার পদ্মের মালা দিয়ে জপ করুন। মিষ্টি, ফল এবং মাখান ও মিশ্রি নৈবেদ্য দেওয়া উচিত।
৩.জন্মাষ্টমী উপলক্ষে মিথুন রাশির জাতকরানগোপালকে দুধ দিয়ে অভিষেক করাতে হবে ।তাদেরকে ভোগে পঞ্চামৃত, কাজু মিষ্টি এবং কলাদিন। নিয়ম পালন আপনার পক্ষে মঙ্গলজনক হবে।১১ বার “শ্রীরাধাই স্বাহা” মন্ত্রটি জপ করে আপনিও সেরা ফল পাবেন।
৪. কর্কট রাশি রাশির জাতক জাতিকারা জন্মাষ্টমীর এই দিনে ভগবান কৃষ্ণকে খাঁটি গরুর ঘি দিয়ে অভিষেক করে তাঁকে খোয়ার তৈরি মিষ্টি ও ডাবের জল অর্পণ করলে ঈশ্বরের বিশেষ অনুগ্রহ লাভ করবেন। ৫ বার “শ্রীরাধ্বললভৈ নমঃ” মন্ত্র জপ করাও ফলপ্রসূ প্রমাণিত হবে।
৫. কৃষ্ণ জন্মাষ্টমীর দিনে সিংহ রাশির জাতক জাতিকাদের গঙ্গা জলের সঙ্গে খাঁটি মধু নিয়ে গোপালের অভিষেক করতে হবে।একটি লাল গামছা, ডালিম এবং গুড় দিন এবং “ওম বৈষ্ণভে নমঃ” মন্ত্রটির ১০৮ মালা জপ করুন।
৬.জন্মাষ্টমী উপলক্ষে কন্যা রাশির জাতক জাতিকাদের গোপালকে দুধে ঘি মিশিয়ে অভিষেক করুন। ১১ বার “শ্রী রাধায়াই স্বাহা” মন্ত্রটি উচ্চারণ করেন, পুজোয় শুকনো ফল, দুধের মিষ্টি, পেয়ারা এবং নাশপাতি গোপালকে সাজিয়ে দিন অবশ্যই আপনি ঈশ্বরের আশীর্বাদ পাবেন।
৭. তুলা রাশির রাশির জাতক জাতিকা কে গোপালের দুধে চিনি যুক্ত করে অভিষেক করুন।তাদের খোয়া ক্ষীর,কাজু বরফি, মাখন-মিশ্রি, কলা এবং কালাকাঁদ দিন। “হরে হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে” জপ করে ঈশ্বরের আশীর্বাদ পেতে পারেন।
৮. বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পক্ষে শ্রী কৃষ্ণকে পঞ্চমৃত দ্বারা অভিষেক করা ও গোলাপ জামুন, গুড়ের মিষ্টি, নারকেল নৈবেদ্য অর্পণ করা মঙ্গল জনক হবে। “শ্রীবৃন্দাবনেশ্বরী রাধায়াই নমঃ” ১১ বার এই মন্ত্র জপ করার মাধ্যমে দুর্দশা দূর করবেন।
৯. কৃষ্ণ জন্ম জয়ন্তীতে ধনু রাশির জাতক জাতিকাদের ভগবান কৃষ্ণের বিশেষ আশীর্বাদ পেতে কাঁচা দুধ ও মধু দিয়ে শ্রীকৃষ্ণের পবিত্রতা করা উচিত। “ওঁ নমো নারায়ণ” মন্ত্রটি জপ করুন।ছানার মিষ্টি, ময়দার লুচি এবং কোনও হলুদ ফল দেওয়া মঙ্গলজনক হবে।
১০. জন্মাষ্টমীর দিন, মকর রাশির জাতক জাতিকাদের বিশেষত গঙ্গার জলে শ্রীকৃষ্ণকে অর্পণ করা উচিত এবং তাদের লাল পেড়া এবং আঙ্গুর দেওয়া উচিত। “উল্লি গোপিজানাবল্লভয় নমঃ” শপথের মালা জপ করুন।
১১. কুম্ভ রাশি এই পবিত্র দিনে নন্দ গোপালকে পঞ্চমৃত দিয়ে অভিষেক অত্যন্ত শুভ হবে।পুজোয়, তাদের বাদামের মিষ্টি, মাখন এবং গুড় দিন। ১১ বার “ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ” জপ করলে আপনার সমস্ত অসম্পূর্ণ কাজ শেষ হয়ে যাবে।
১২. জন্মাষ্টমীর শুভ উপলক্ষে, মীন রাশির জাতক জাতিকারা, শ্রীকৃষ্ণকে পঞ্চমৃত দ্বারা অভিষেক করুন।মিষ্টি, এলাচ এবং নারকেল ঈশ্বর কে অর্পণ করুন। উন্নত স্বাস্থ্য জীবনের জন্য, এই মন্ত্রটি উচ্চারণ করুন – “উল্লি গোকুলানাথাই নমঃ”। অন্তত ১১ বার করুন ।
আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল