Bangla News Dunia, জ্যোতিষ সম্রাট শ্রী সোমনাথ :-
মেষ— সময় নিয়ে এঁরা বড়ই আসক্ত। এক দিনেই যেন সমস্ত কিছু সেরে ফেলতে হবে। এঁরা সব সময়ে খুব তাড়ায় থাকেন। এই অভ্যেস বদলানো উচিত। ।
বৃষ— অন্যরা কী ভাবছেন সেই বিষয়ে কম নজর দিন। কোনও জিনিস কেনার সময়েও ভাবেন অন্যরা তা পছন্দ করবেন কি না। ।
মিথুন— অন্যদের খেয়াল রাখার ব্যাপারে আপনি আসক্ত। এই স্বভাব ভাল। তবে কোনও কিছুই অতিরিক্ত ভাল নয়। আপনি সকলের অভিভাবক নন— এটা মনে রাখবেন। ।
কর্কট— আপনি সম্পর্কে আসক্ত হয়ে পড়েন। সম্পর্ক ভেঙে গেলেও তা থেকে বেরোতে পারেন না। যার জন্য সবথেকে বেশি কষ্ট আপনি নিজে পান। নিজের আবেগকে নিয়ন্ত্রণ করুন।।
সিংহ— আপনি ভাবেন প্রত্যেকে আপনাকে ভালবাসেন। আর সেই আশা যখন পূরণ হয় না, তখনই আপনি ভেঙে পড়েন। বাস্তব বড় কঠিন। এটা মেনে নিন।।
কন্যা— এই রাশির জাতক জাতিকারা পারফেকশনিস্ট হন। তাই কোনও কাজে ভুল এংরা দেখতে পারেন না। ভুল হলেই এঁরা তা নিয়ে খুব চিন্তিত হয়ে পড়েন। কাজ নিয়ে এক কথায় আসক্ত থাকেন। ।
তুলা— আপনি সব বিষয়ে অতিরিক্ত ভাবেন। হয়তো যা ঘটেনি, তাও কল্পনায় ভেবে ফেলেন। কিন্তু নেতিবাচক ভাবনা মাথায় চেপে বসলে ক্ষতি আপনারই।।
বৃশ্চিক— আপনি হার মানতে চান না কোনও বিষয়ে। আপনি সব ক্ষেত্রে জয়ী হবেন— এমনটাই ভেবে আসক্ত হন আপনি। হারা জেতা, দুটোই জীবনের অংশ মেনে নিন। ।
ধনু— অন্যরা আপনাকে নিয়ে কী ভাবছে, তা নিয়েই ভেবে কাটিয়ে দিন বেশি সময়।।
মকর— আপনার মধ্যে মর্যাদা বোধ প্রবল। শুধু তাই নয়। আপনার ভাবনা চিন্তাও বেশ রক্ষণশীল। সারাদিন এই নিয়েই ভাবেন। অন্যদের মধ্যে রক্ষণশীলতা না দেখতে পেলেই আপনি চিন্তায় পড়ে যান। ।
কুম্ভ— আপনি খুব কৌশলী। কেউ আপনার সঙ্গে খারাপ করলে, আপনি সঙ্গে সঙ্গে তার জবাব দেন না। সময় মতো তাঁর দুর্বল জায়গায় আঘাত করেন। ভাল মানুষ হতে চাইলে এই স্বভাব বাদ দিন।।
মীন— নিজের সিদ্ধান্ত নিজে নিন। অন্যদের অনুমোদন নিয়ে খুব ভাবেন। সেই সব নিয়ে ভাববেন না।
—————————————————————————–
সম্পূর্ণ বিনামূল্যে আপনি আপনার বাড়িতে বসেই শুধু মাত্র রশি, লগ্ন, ও গন জানতে চান?
তাহলে আজই…..
১. আপনার নাম?
২. জন্ম তারিখ, মাস, বছর?
৩. জন্ম সময়?
৪. জন্ম স্থান?
৫. নিজস্ব ফটো?
What’s app এ সব লিখে জানান, জানানোর পর কিছু সময় অপেক্ষা করতে হবে ফলাফল জানার জন্য হতে পারে এটা এক দিন বা এক সপ্তাহ।
জ্যোতিষ সম্রাট শ্রী সোমনাথ
যোগাযোগ :- 9093476035 , 8906174912