Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- রাশি অনুসারে কোন রং আপনার জন্য উপযুক্ত ? জ্যোতিষ শাস্ত্র মতে জীবনে কত দূর পড়াশোনা হবে, ভালো চাকরি হবে কিনা, বিবাহ হবে কিনা সবকিছুই নির্ধারণ করে জন্মের মাসকাল সময় দিন তারিখ প্রভৃতি উপর। কিন্তু জীবনে সফলতা এনে দিতে পারে বস্ত্রের রং।
কোন রং পরলে বা ব্যবহার করলে জীবন ভালোভাবে কাটবে সেই বিষয়েও কিছু নির্দেশ দেয় জ্যোতিষ শাস্ত্র। চলুন জেনে নিন রাশি অনুযায়ী——–
১. মেষ রাশির জাতক-জাতিকাদের প্রিয় রঙ হলো লাল। জাতক-জাতিকাদের জীবনে শুভক্ষণ বয়ে নিয়ে আসবে লাল রং।
২. বৃষ রাশির জন্য নীল, সবুজ, ময়ূরকন্ঠী নীল শুভ রং হলেও শুক্রবার করে গোলাপী রঙের পোশাক পড়লে ভালো হবে।
৩. মিথুন রাশির মানুষদের জন্য জ্যোতিষীরা বলছেন বুধবার করে গায়ে সবুজ রঙের বস্ত্র পড়ুন তাতে শুভ ফল আসবে আপনাদের জীবনে।
৪. কর্কট রাশির জাতক জাতিকাদের শুভ রং হলো মুক্তোর মতো সাদা এবং আকাশী রং।
৫. সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য গাঢ় হলুদ, লাল এবং গাঢ় কমলা রং শুভ হবে। কিন্তু রবিবারে লাল রংয়ের পোশাক শুভ হবে।
৬. কন্যা রাশির মানুষেরা কেবলমাত্র নীল, গোলাপি, হলুদ, বেগুনি রঙের পোশাক পড়ুন।
৭. তুলা রাশির জাতক জাতিকারা ডিপ নীল , গোলাপি এবং বেগুনি রং ব্যবহার করুন।
৮. বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে মঙ্গলবার করে লাল রঙের পোশাক যে কোনও বাঁধা-বিপত্তি দূর করবে।
আরো পড়ুন :- বিবাহের পূর্বে মিলিয়ে নিন রাশি অনুযায়ী কোন রাশির সাথে বিবাহ হলে চিরন্তন সুসম্পর্ক গড়ে উঠবে
৯. ধনু রাশির ক্ষেত্রে বেগুনি রং শুভ। কিন্তুত বুধবার হলুদ রঙের পোশাক পরুন তাতে শুভ ফল লাভ হবে।
১০. মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনিবার কালো রঙের পোশাক পরলে শুভ ফল পাওয়া যাবে।
১১. কুম্ভ রাশির মানুষের ক্ষেত্রে বেগুনি, হালকা গ্রিন, কালো এবং নীল রং শুভ হবে।
১২. মীন জাতক-জাতিকারা বৃহস্পতিবার হালকা হলুদ রঙের পোশাক পরিধান করলে জীবনে শুভ ফল লাভ হবে।
Highlights
1. রাশি অনুসারে কোন রং আপনার জন্য উপযুক্ত ?
# রাশি #Astro Tips