Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- জ্যোতিষ শাস্ত্র মতে বছরের শেষের দিকে একাধিক রাশির মানুষ লাভের মুখ দেখতে চলেছেন। কারণ, ডিসেম্বর মাসে রয়েছে বহু গ্রহের গোচর। ডিসেম্বর মাসের ১৬ তারিখ ধনু রাশিতে সূর্যদেবের প্রবেশ হবে। ফলে কিছু রাশির ভাগ্যে বড় চমক আসবে। সূর্যদেবের গোচর খুবই লাভদায়ী। ধনু রাশিতে বৃহস্পতির আধিপত্য থাকে, আর সূর্যদেবের সঙ্গে রয়েছে বৃহস্পতির মিত্রতা। ফলে সূর্যের গোচরের ফলে বহু রাশির ভাগ্য ফিরতে চলেছে। দেখা যাক, গোচরের ফলে কোন কোন রাশি লাভ পেতে চলেছেন —
আরো পড়ুন :- আপনি কি জীবনে নানাবিধ সমস্যায় জর্জরিত ? তাহলে পালন করুন কিছু সহজ টোটকা
ধনু রাশি : ধনু রাশির জীবনে এই সূর্যের গোচরের প্রভাব ইতিবাচকভাবে পড়তে পারে। আপনার ব্যবসায়ে লাভ হবে। শুভ ফল পেতে পারেন। মান সম্মান আর প্রতিষ্ঠার প্রাপ্তি হতে পারে। দাম্পত্য জীবনে প্রবল সুখ আসবে। কাজের সূত্রে কোথাও যেতে পারেন। অংশিদারির কাজে পাবেন সাফল্য।
মীন রাশি : কাজের দিক থেকে পাবেন উন্নতির দেখা। সমস্ত দিকে পাবেন সাফল্য। আসছে ধনলাভের যোগ। পরিবারে আসবে সুখ শান্তি। ভালো ধনলাভ হবে। ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে। চাকরিরতদের কাজের বিপুল প্রশংসা হবে।
কন্যা রাশি : সমস্ত রকমের বিলাসী দিক দিয়ে পাবেন সুফল। মিলবে সম্পত্তির সুখ। জমি বাড়ির ব্যবসা.যাঁরা জড়িত, তাঁরা পাবেন বিশেষ লাভ। বহুদিন ধরে যে পরিশ্রম করে আসছেন, তার সুফল পাবেন এই সময়।
আরো পড়ুন :- বছরের শেষ সূর্যগ্রহণে তৈরি হবে অশুভ যোগ ! সমস্যায় পড়বে এই ৫টি রাশি
আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)