Bangla News Dunia, জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- জ্যোতিষ শাস্ত্র মতে , বুধকে সমগ্র গ্রহের মধ্যে অন্যতম গ্রহ বলে মনে করা হয় , কারণ বুধ সূর্যের সবচেয়ে কাছের গ্রহ। এছাড়াও বুধকে একটি গুরুত্বপূর্ণ গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। মানুষের জীবনে বুধের প্রভাবে লেখা , পড়াশুনো , বুদ্ধি , বন্ধু , যোগাযোগ এই সকল উপাদান হিসাবে বিবেচিত করা হয়। বুধ মেশ রাশিতে প্রবেশ করেছে। এর আগে বুধ ছিল মীন রাশিতে। বুধ ১ মে পর্যন্ত এই রাশিতে থাকবে এর পর বৃষ রাশিতে প্রবেশ করবে। চলুন দেখে নেওয়া যাক বুধের এই রাশি পরিবর্তন কোন কোন রাশির উপর প্রভাব ফেলবে।
আরো পড়ুন :- জ্যোতিষ মতে , বৈশাখ মাসে জন্মানো ব্যাক্তিরা কেমন হয় জানুন
১. মিথুন রাশি :- বুধ এই রাশির অধিপতি। বুধের ফলে আপনার কর্মে পদোন্নতি হতে পারে। বুধের রাশি পরিবর্তনের ফলে আপনার আয় মধ্যম হতে চলেছে। এই সময় আপনার বন্ধুদের সমর্থন পাবেন।
২. সিংহ রাশি :- বুধের রাশি পরিবর্তনের ফলে আপনার সুবিধা বৃদ্ধি পাবে। তবে নিজের স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়া উচিত। আর্থিক উন্নতি হবে। কর্মে পদোন্নতি দেখা যেতে পারে। পরিবার সুখ আসতে পারে।
৩. কর্কট রাশি :- বুধের এই রাশি পরিবর্তনের ফলে চাকরির ক্ষেত্রে সুখবর আসতে পারে। এই সময় কোনো প্রকার বিতর্ক থেকে দূরে থাকুন। কোনো মানুষকে প্রভাবিত করতে আপনি সফল হবেন। ব্যবসায় ভালো ফল পাবেন।
৪. বৃষ রাশি :- বুধের রাশি পরিবর্তনের ফলে বৃষ রাশির মানুষরা শুভ ফল পেতে পারেন। আর্থিক ব্যায় বৃদ্ধি পেতে পারে। শিক্ষা ক্ষেত্রে ভালো ফল পাবেন।
৫. মেশ রাশি :- মেশ রাশিতেই বুধ প্রবেশ করেছে। ফলে এই রাশিতেই সবচেয়ে বেশি প্রভাব পড়বে। বুধ মেশ রাশির মানুষদের ভালো ফল দিতে চলেছে। আর্থিক দিক উন্নতি হবে। সন্মান বৃদ্ধি পাবে।
আরো পড়ুন :- জ্যোতিষ মতে , নতুন বর্ষে আর্থিক উন্নতির জন্য মেনে চলুন এই নিয়ম গুলি
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – মহিষাদল, হলদিয়া, ডেবরা , খড়গপুর, মেদিনীপুর, কোলকাতা
ফোন – 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)