রাশি পরিবর্তন করবে শুক্র ! প্রেম জীবনে বিপুল উন্নতি বেশ কিছু রাশির

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

jonmo kushti , rashifol

Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :-  মে মাসের প্রথম সপ্তাহের শুরুতেই মিথুন রাশিতে গোচর করবে শুক্র। জ্যোতিষ শাস্ত্রে শুক্রকে প্রেম, ভালোবাসা ও সৌন্দর্যের কারক গ্রহ বলে মনে করা হয়। ২ মে মঙ্গলবার মিথুন রাশিতে প্রবেশ করে বিভিন্ন রাশির প্রেম জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন আনবে শুক্র গ্রহ। জ্যোতিষ গণনা অনুসারে পারিবারিক জীবনেও সুখ ও শান্তি বজায় থাকবে। তবে চলুন শুক্রের এই রাশি পরিবর্তন কোন কোন রাশির জন্য শুভ হতে চলেছে তা দেখে নেওয়া যাক —

আরো পড়ুন :- মে মাসে রাশি পরিবর্তন করবে একাধিক গ্রহ ! ফলে ভাগ্য খুলবে ৪টি রাশির

মিথুন রাশি — ১ মে থেকে ৭ মে পর্যন্ত এই সপ্তাহটি মিথুন রাশির মানুষের জন্য বিশেষ উল্লেযোগ্য হতে চলেছে। প্রেম জীবনে এই মাসে প্রচুর শুভ ফল লাভ করবেন। সঙ্গীর সঙ্গে পারস্পরিক প্রেম আরও গভীর হবে। ভালোবাসার পাশাপাশি আপনারা একে অন্যকে আরও গভীর ভাবে শ্রদ্ধা করবেন এই সময়।

 

 

কর্কট রাশি —- মে মাসের এই প্রথম সপ্তাহে ভালোবাসার সম্পর্ক আরও মজবুত হবে। সঙ্গীর সঙ্গে এই সপ্তাহে দারুণ রিল্যাক্সড একটা সময় কাটাবেন আপনি। প্রেমের সম্পর্কে এই সপ্তাহে দারুণ কোনও অভিজ্ঞতা হতে চলেছে। সপ্তাহের শেষে প্রেম জীবন সম্পর্কিত গুরুত্বপূর্ণ কোনও সিদ্ধান্ত আপনি নেবেন।

​কন্যা রাশি —- মে মাসের এই সপ্তাহে প্রেম জীবনে সুখ ও শান্তি ভরপুর থাকবে কন্যা রাশির। সঙ্গীর সঙ্গে সম্পর্কের ফাটল মেরামত হয়ে যাবে এবং আপনাদের দুজনের মধ্যে যা ভুল বোঝাবুঝি ছিল, তা এবার মিটে যাবে। পরিবারেও আপনাদের সম্পর্ক মেনে নেওয়ার সম্ভাবনা জোরালো হবে এই সপ্তাহে।

তুলা রাশি —- মিথুন রাশিতে শুক্রের গোচরের ফলে জীবনে সুখ, শান্তি ও প্রেমের দারুণ যোগাযোগ গঠিত হতে চলেছে তুলা রাশির। এই সপ্তাহে তুলার জাতকদের মধ্যে আবেগপ্রবণতা বাড়বে। ফলে প্রেমের জীবনও আরও বেশি রোম্যান্টিক হয়ে উঠবে।

​বৃশ্চিক রাশি — শুক্রের রাশি পরিবর্তনের শুভ প্রভাবে প্রেম জীবন দারুণ রিল্যাক্স করে কাটাবেন বৃশ্চিক রাশির । সঙ্গীর সঙ্গে কোথাও একসঙ্গে ঘুরতে যেতে পারেন আপনি। আপনার সঙ্গী নিজের আচার ও ব্যবহারে ঠিক আপনার মনের মতো হয়ে উঠবেন।

আরো পড়ুন :- জ্যোতিষশাস্ত্র মতে অস্ত যাচ্ছে বুধ ! ভাগ্য বদলে যাবে ৩টি রাশির

আরো পড়ুন :- জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর করতে বজরংবলীকে খুশি করুন কিছু সহজ উপায়ে

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

————————————————————————

জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র

বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।

চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর

ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন