Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- রাষ্ট্রসংঘের সাধারণ সভার ৭৫তম অধিবেশনে ভাষণ রাখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ করোনা মহামারীর কারণে এবছর রাষ্ট্রসংঘের সাধারণ সভা মূলত ভার্চুয়ালি অনুষ্ঠিত হচ্ছে৷ তাই প্রধানমন্ত্রীর একটি ভিডিও-বার্তা এদিন শোনানো হয়। আর সেখানেই এদিন প্রধানমন্ত্রী মোদী ভারতের হয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদের পক্ষে সওয়াল করেন। ভারতের বিশ্ব গুরু হওয়ার পথ প্রশস্ত করলেন।
এই দিন তার ভাষণে রাষ্ট্র সংঘের নানা পুরাতন নিয়মের পরিবর্তন করার কথাও বলেন। সারা বিশ্বে নানা সমস্যায় রাষ্ট্র সংঘের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মোদী। রাষ্ট্র সংঘকে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়ার পক্ষে তিনি সওয়াল করেন। পুরনো নিয়ম নীতির পরিবর্তন দরকার। স্থায়ী সদস্যপদের পক্ষে সওয়াল করলেন প্রথানমন্ত্রী। তিনি বলেন, রাষ্ট্রপুঞ্জ যে মূল্যবোধ থেকে তৈরি, ভারতের সংষ্কৃতির মূলমন্ত্রও তাই, সারা বিশ্ব একই ছাতার তলায় রয়েছে। আর কতদিন ভারতে অপেক্ষা করতে হবে? কবে ভারতকে রাষ্ট্রসংঘের স্থায়ী সদস্যপদ দেওয়া হবে?
আরো পড়ুন :- বাল্টিস্তান ও গিলগিটে ভোট ঘোষণা পাকিস্তানের , চরম হুঁশিয়ারি ভারতের
তিনি আরো বলেন , ভারত সারা বিশ্বকে পথ দেখায়। এই দিন তিনি চিন-পাকিস্তানকে খোঁচা মেরে এদিন প্রধানমন্ত্রী বলেন, ভারত যখন সবল ছিল তখন কাউকে আক্রমণ করেনি। যখন দুর্বল হয়েছিল কারোর বোঝা হই নি। তারপর করোনাকালে অন্য দেশকে ভারতের সাহায্যের খতিয়ান তুলে ধরে মোদী বলেন, ‘করোনা প্যান্ডেমিকের সময় ভারত ১৫০টি দেশে ওষুধ সরবরায় করেছে। ভারতের ওষুধ তৈরির ক্ষমতা সারা বিশ্বের কাজে আসবে।
Highlights
1. রাষ্ট্রসঙ্ঘের অধিবেশনে দমদার বক্তব্য দিলেন মোদী !
2. ভারতের ওষুধ তৈরির ক্ষমতা সারা বিশ্বের কাজে আসবে
#UN #MODI #INDIA #NATION