Bangla News Dunia, Pallab : ভয়াবহ অগ্নিকাণ্ড (Fire) হাওড়ার ডোমজুড়ের (Domjur) একটি রাসায়নিক কারখানায়। ক্রমশই আগুন ছড়িয়ে পড়ছে চারপাশে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। ইতিমধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন পৌঁছেছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকলকর্মীরা।
আরও পড়ুন : গরমে ভুল স্নান মানেই বিপদ! এই নিয়ম না জানলে হতে পারে বড় ক্ষতি
স্থানীয় সূত্রে খবর, ডোমজুড়ের উত্তর ঝাপড়দহ এলাকার ওই রাসায়নিক কারখানাটিতে দুপুর সাড়ে ৩টে নাগাদ আগুন লাগে। কারখানাটি রাষ্ট্রায়ত্ত সংস্থা ওএনজিসির এলাকায় অবস্থিত হলেও বেসরকারি মালিকের অধীনে রয়েছে বলে খবর। অগ্নিকাণ্ডের বিষয়টি নজরে আসতেই ডোমজুড় থানায় খবর দেওয়া হয়। এরপর থানার তরফে বিষয়টি দমকলকে জানানো হয়। কিন্তু দমকল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন অনেকটা ছড়িয়ে পড়ে। কারখানার ভেতরে অনেক দাহ্য বস্তু থাকায় আগুন দ্রুত ছড়াচ্ছে বলে মনে করা হচ্ছে। স্থানীয়দের দাবি, মাঝেমধ্যেই কারখানার ভিতর থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে। চার কিলোমিটার দূর থেকেও আকাশে কালো ধোঁয়া দেখা যাচ্ছে বলে দাবি অনেকের। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা না গেলে বিপদ বৃদ্ধির আশঙ্কা রয়েছে।
আগুন এবং কালো ধোঁয়ার জেরে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। তবে আগুন কীভাবে লাগল, সেটি এখনও স্পষ্ট নয়। কারখানার ভিতরে কেউ আটকে রয়েছেন কি না, তাও এখনও জানা যায়নি। আশেপাশের গ্রামগুলির বাসিন্দাদের নিরাপদ দূরত্বে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।