রাস্তায় এলোপাতাড়ি গুলি ! ৫ জনকে মেরে আত্মঘাতী বন্দুকবাজ

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : সীমান্ত সংঘাতের মাঝেই থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের রাস্তায় বন্দুকবাজের হামলা। বন্দুকবাজের  এলোপাতাড়ি গুলিতে মৃত্যু হয়েছে কমপক্ষে ৬ জনের। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে ব্যাংককের জনপ্রিয় এক খাবারের বাজারে। নিহত ৬ জনের মধ্যে চারজন নিরাপত্তারক্ষী হিসেবে শনাক্ত করা গিয়েছে।

আরও পড়ুন : ‘ভোটার তালিকা থেকে যেন কারও নাম বাদ না যায়’, বিএলও’দের নির্দেশ মুখ্যমন্ত্রীর

জানা গিয়েছে, এদিন স্থানীয় সময় দুপুর ১২টা ৩৮ মিনিটের ব্যাংককের ব্যস্ত চাতুচাক বাজার সংলগ্ন অর টর কোর মার্কেটে আচমকাই গুলিচালাতে শুরু করে এক বন্দুকবাজ। ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজন নিরাপত্তারক্ষী, একজন মহিলা। এরপরেই বন্দুকবাজ নিজের কপালে গুলি চালিয়ে আত্মঘাতী হন। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। শহরের উপ-পুলিশ প্রধান বলেন, এই গণহত্যার সঙ্গে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে বর্তমান সীমান্ত সংঘর্ষের কোনও সম্ভাব্য যোগসূত্র রয়েছে কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার পর হামলাকারীকে বাজারের ভেতরে একটি বেঞ্চে মৃত অবস্থায় পাওয়া যায়। তার পরনে ছিল কালো টি-শার্ট এবং ক্যামোফ্লাজ শর্টস। দেহের পাশে একটি ব্যাগ ছিল। পুলিশ একটি পরিচয়পত্র এবং ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করেছে। হামলাকারীর নাম নোই প্রাইডেন (৬১)। তিনি খোং জেলার নাখোন রাতচাসিমার বাসিন্দা। ঘটনার একাধিক ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে ছোটাছুটি করছেন এবং গুলির শব্দ শোনা যাচ্ছে।

আরও পড়ুন : পশ্চিমবঙ্গ ভোটার তালিকা সংশোধন, দেখে নিন সকলের প্রয়োজনীয় গুরুত্বপুর্ন প্রশ্ন-উত্তর

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন